• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেলজিয়ামের কাছে হেরে বলের দিকে তাকাতে পারেননি নেইমার!


ক্রীড়া ডেস্ক জুলাই ২২, ২০১৮, ০৯:০২ পিএম
বেলজিয়ামের কাছে হেরে বলের দিকে তাকাতে পারেননি নেইমার!

ফাইল ছবি

ঢাকা: রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল গিয়েছিল হেক্সা জয়ের মিশন নিয়ে। কিন্তু সেলেসাওদের কোয়ার্টার ফাইনালেই থামিয়ে দিয়েছে বেলজিয়াম। অপ্রত্যাশিত হার নেইমারদের দ্রুতই রাশিয়া থেকে বাড়ি ফেরার টিকিট কাটতে বাধ্য করেছে।

সেই পরাজয়ের পর বলের দিকে তাকাতে পারছিলেন না ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। নেইমার দেখেননি রাশিয়া বিশ্বকাপের বাকি ম্যাচগুলোও। এতটাই যন্ত্রণাবিদ্ধ ছিলেন তিনি। ২৬ বছর বয়সি নেইমার সাও পাওলোয় সংবাদ সংস্থাকে বলেছেন, ‘এটা বলছি না যে ভবিষ্যতে খেলার ইচ্ছা পর্যন্ত হারিয়ে ফেলেছিলাম। তবে বলের দিকে তাকাতে পারছিলাম না। ফুটবল খেলা দেখতেও পারছিলাম না।’

বিশ্বকাপ থেকে বিদায়ের পর কেমন লাগছিল, সেটাই তুলে ধরেছেন নেইমার। বলেছেন, ‘আমি শোকার্ত ছিলাম। মন খুব খারাপ ছিল। ধীরে ধীরে তা কেটেছিল। ছেলে, পরিবার, বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলাম। ওঁরা কেউ আমাকে দুঃখী দেখতে চাইছিল না।’

পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে তাঁর যাওয়া প্রসঙ্গ ফের উড়িয়ে দিয়েছেন নেইমার। তিনি বলেন, ‘যিনি এই ধরনের গল্প লিখছেন, তিনি আমার জীবন নিয়ে বেশি জানেন। যা কি না আমারও জানা নেই। এই ধরনের প্রশ্নের উত্তরে কিছুই বলব না। কারণ, এটা ভিত্তিহীন।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!