• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেসরকারি প্রতিষ্ঠানে করোনা টেস্ট, ৩২ প্রবাসীকে নেয়নি সৌদি এয়ারলাইন্স


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৬, ২০২০, ০৯:২৭ পিএম
বেসরকারি প্রতিষ্ঠানে করোনা টেস্ট, ৩২ প্রবাসীকে নেয়নি সৌদি এয়ারলাইন্স

ফাইল ছবি

ঢাকা: বেসরকারি প্রতিষ্ঠান থেকে করোনা টেস্ট করায় সৌদিগামী ৩২ প্রবাসীকে না নিয়েই উড়ে গেলো সৌদি এয়ারলাইন্স। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে।

একজন ভুক্তভোগী শাহজাহানের ভাই জানান, আমরা এনাম মেডিকেল সেন্টার থেকে করোনা পরীক্ষা করেছি কিন্তু আমাদেরকে টিকিট সংগ্রহের সময় বলা হয়নি যে, মহাখালী করোনা পরীক্ষা সেন্টার থেকে পরীক্ষা করতে হবে। যার কারণে আমার এনাম মেডিকেল সেন্টার থেকে পরীক্ষা করাই।

কেরানীগঞ্জের আরেক ভুক্তভোগী নূর ইসলামের ভাই বলেন, আমার ভাইকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল থেকে করোনা পরীক্ষা করিয়ে সনদ নিয়ে বিমানবন্দরে আসছি। ৩২ ভুক্তভোগীকে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বোর্ডিং করতে দেয়নি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!