• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বোতলজাত পানিতে প্লাস্টিকের কণা!


নিউজ ডেস্ক মার্চ ১৮, ২০১৮, ০১:৩৯ পিএম
বোতলজাত পানিতে প্লাস্টিকের কণা!

ঢাকা : পানির অপর নাম জীবন। তাই নামিদামি ব্র্যান্ডের বোতলজাত পানিতে আস্থা রাখেন অনেকে। কিন্তু, শর্ষের ভেতরেই ভূত। বোতলজাত এই পানিতেই রয়েছে প্লাস্টিকের কণা। যা শরীরে নানা জটিলতা সৃষ্টির পাশাপাশি নারীর বন্ধ্যাত্বের কারণও হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (এইচডব্লিউও) সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে ভয়ংকর এই তথ্য। বোতলজাত পানি নিয়ে এ যাবতকালের সবচেয়ে বড় পরীক্ষাও বলা হচ্ছে একে।

স্বাস্থ্যসম্মত জীবনযাপনে অনেকেরই আস্থা, বোতলজাত পানিতে। নামিদামি অনেক ব্রান্ডের পানি বাজারে মিললেও সেগুলোর গুণগত মান নিয়ে শঙ্কা ছিল বহুদিন ধরেই।

এবার সেই শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (এইচডব্লিউও) একটি গবেষণা। ভারত, জার্মানি, ব্রাজিল-সহ ৯টি দেশের বোতলজাত পানি নিয়ে চালানো হয়, এটি।

২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪২টিতেই ধরা পড়েছে, প্লাস্টিকের ক্ষুদ্র কণার উপস্থিতি। প্রতি লিটার বোতলজাত পানিতে গড়ে ১০টি কোরে প্লাস্টিকের কণা পেয়েছেন গবেষকরা।

আমরা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দোষারোপ করছি না। বিশ্বখ্যাত প্রায় সব ব্রান্ডের পানিতেই প্লাস্টিকের ক্ষুদ্র কণা পাওয়া গেছে। এটা যথেষ্ট উদ্বেগের।

যুক্তরাষ্ট্রে প্রতি সপ্তাহে বিক্রি হয় অন্তত ৫০ কোটি পানির বোতল। তবে, এসব প্লাস্টিকের বোতলে থাকে মানবদেহে হরমোনের ভারসাম্য সৃষ্টিকারী রাসায়নিক উপাদান, যা বন্ধ্যাত্বেরও কারণ হতে পারে। তাছাড়া ফেলে দেয়া প্লাস্টিক পরিবেশ দূষণেরও অন্যতম কারণ।

মানবদেহে ক্ষুদ্র প্লাস্টিকের কণার ক্ষতিকর দিক নিয়ে এবার নতুন করে গবেষণা চালাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (এইচডব্লিউও)। অবশ্য, মানদণ্ড ঠিক রেখেই বাজারে পণ্য সরবরাহের দাবি, বোতলজাত পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর।

সোনালীনিউজ/জেডআরসি

Wordbridge School
Link copied!