• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোমাসদৃশ্য বস্তুটি বোমা নয়, বালুভর্তি পাইপ


মেহেরপুর প্রতিনিধি ডিসেম্বর ৭, ২০১৯, ১২:১৬ পিএম
বোমাসদৃশ্য বস্তুটি বোমা নয়, বালুভর্তি পাইপ

মেহেরপুর : মেহেরপুর শহরের জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ের সামনের সড়কে বোমাসদৃশ্য বস্তুটি দেখতে কাউন্টার টেরোরিজমের একটি বোম্ব ডিসপোজাল ইউনিট আজ পরীক্ষা করে দেখেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় বোমাসদৃশ্য বস্তুটি দেখে তারা জানায়, বোমাসদৃশ্য বস্তুটি আসলে বোমা নয়, বালুভর্তি পাইপ ছিল। তাই ভয় বা আতঙ্কিত হবার কিছু নেই। 

এব্যাপারে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, এটি শক্তিশালী বোমা নয়। আতঙ্ক সৃষ্টির জন্য কে বা কারা বোমাটি রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনাস্থলে রেখে যাওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চিরকুটের বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি তিনি। 

গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে কে বা কারা একটি ব্যাগে করে বস্তুটি ফেলে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলেও শুক্রবার বিকেল পর্যন্ত সেটি নিষ্ক্রিয় করা হয়নি।

শুক্রবার (৬ ডিসেম্বর)  সকালে ঘটনাস্থলে যায় র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল।  তবে অত্যাধুনিক যন্ত্র না থাকায়, এটি বিস্ফোরক কিনা, তা চিহ্নিত করতে পারেনি তারা।  পরে বিকেলে বোম্ব ডিস্পোজাল ইউনিট আসার কথা থাকলেও তারা পৌছাতে দেরি করায় রাতে জানা যায় সেটি আসলে বোমা নয়। 

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরের দিকে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের গেটের পাশে ইলেকট্রিক্যাল ডিভাউসযুক্ত বোমাসদৃশ্য বস্ত দেখে কর্মচারীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একাধীক দল ঘটনাস্থলে ছুটে যায়। পরে বোমাসদৃশ্য বস্তুটি রাখার স্থান পুলিশ ঘিরে ফেলে। বোমার পাশে একটি চিরকুটে হাতে লেখা আনসারুল ইসলাম জঙ্গী দলের দায় স্বীকার পত্র উদ্ধার করেছে পুলিশ।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!