• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে হাত কাটা কবির গ্রেপ্তার


ঝালকাঠি প্রতিনিধি ডিসেম্বর ১১, ২০১৮, ০৪:৫৩ পিএম
ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে হাত কাটা কবির গ্রেপ্তার

ছোটন বাবু

ঝালকাঠি : ব্যবসায়ীকে মারধর করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকার কবির আহম্মেদ ওরফে হাত কাটা কবিরকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে পালবাড়ির রুবী নীড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কবির স্থানীয় আবদুর বারেক গোমস্তার ছেলে। তাঁর বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, উত্তর কৃষ্ণকাঠি এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিন রবিবার দুপুরে আল আরাফা ইসলামী ব্যাংক থেকে ২ লাখ ৫৭ হাজার টাকা উত্তোলন করে বাসায় যাচ্ছিলেন। শহরের হরিসভা মোড় এলাকায় আসলে তাঁর ওপর হামলা করে টাকা ছিনিয়ে নেয় কবির, তাঁর ছেলে সিফাত হোসেন ও অজ্ঞাত আরো তিন-চারজন ব্যক্তি।

এ ঘটনায় জসিম উদ্দিন বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে কবির আহম্মেদ ওরফে হাতকাটা কবিরকে গ্রেপ্তার করে। মামলার অপর আসামি পলাতক রয়েছে।

ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, আসামি কবিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!