• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট


মুন্সীগঞ্জ প্রতিনিধি মার্চ ১৮, ২০১৯, ০৪:১৪ পিএম
ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহকর্তা ডাকাত সদস্যদের প্রহারে আহত হয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।

রোববার (১৭ মার্চ) দিবাগত রাত ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এই ডাকাতির ঘটনা ঘটেছে। নিকটস্থ স্বজনরা ৯৯৯ নম্বরে মোবাইল করে ডাকাতির বিষয়টি অবগত করে।

বাড়ির মালিক সিরাজুল হক মাদবরের ছেলে মো. লিটন মাদবর জানান, গভীর রাতে দরজা ভেঙ্গে মুখ বেঁধে দুই ডাকাত সদস্য ঘরের ভেতর প্রবেশ করে। আমার বাবা ও মাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় প্রদর্শন করে। এরপর বাবা ও মাকে হাত-পা বেঁধে ফেলে রাখে। এ সময় ৪০-৪৫ ভরি স্বর্ণ ও ২ লাখ টাকা নিয়ে যায়। রাত সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি শেষে ৯৯৯ নম্বর মোবাইল করে জানালে পুলিশ ঘটনাস্থলে আসে।

তিনি আরও জানান, এই ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় একটি ডাকাতির মামলা প্রক্রিয়াধীন। ডাকাত সদস্যদের গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!