• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাগভর্তি বুদ্ধি নিয়ে আইপিএল খেলতে গেলেন সাকিব


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২২, ২০১৯, ০৪:১০ পিএম
ব্যাগভর্তি বুদ্ধি নিয়ে আইপিএল খেলতে গেলেন সাকিব

ছবি: সংগৃহীত

ঢাকা: শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। রাত পোহালেই পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। ক্রিকেট বিনোদনের অন্যতম সেরা এই ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বাদশ আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে খেলবেন সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে এরইমধ্যে ভারতে পৌঁছে গেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।  

হায়দরাবাদের অনুশীলন ক্যাম্পে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। নিজেদের ডেরায় তাকে পেয়ে উচ্ছ্বসিত অরেঞ্জ আর্মিরা। শুক্রবার দুপুরে তাকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়া টুইটারে কর্তৃপক্ষ লিখেছে, অনেক অভিজ্ঞতা এবং একজন অলরাউন্ড পারফরমার। সে শুধু ফিরছেই না, ব্যাগভর্তি বুদ্ধি নিয়েই ফিরছে।

শনিবার মাঠে গড়ালেও হায়দরাবাদের প্রথম ম্যাচ রোববার। ওই দিন ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে কমলা জার্সিধারীরা। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৪টায় শুরু হবে দুই দলের লড়াই।

আপাতত বোঝা যাচ্ছে, সাকিবকে মাঠে নামাতে মুখিয়ে হায়দরাবাদ। সঙ্গত কারণও আছে। আইপিএলের গেল মৌসুমে হায়দরাবাদকে রানার্সআপ করতে দারুণ অবদান রাখেন তিনি। পুরো আসরে সবকয়টি ম্যাচ খেলে ব্যাটিংয়ে ২৩৯ রানের পাশাপাশি হাত ঘুরিয়ে শিকার করেন ১৪ উইকেট। নিজের নামের প্রতি করেন সুবিচার। এ কারণে চলতি আসরেও বিশ্বসেরা অলরাউন্ডারকে রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!