• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যাট-প্যাড পুড়িয়ে ফেলবেন সিকান্দার রাজা!


ক্রীড়া ডেস্ক জুলাই ১৯, ২০১৯, ১২:৩০ পিএম
ব্যাট-প্যাড পুড়িয়ে ফেলবেন সিকান্দার রাজা!

ঢাকা: জিম্বাবুয়েকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিস্কার করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রা সংস্থা আইসিসি। এই সিদ্ধান্তের পর হতাশায় ভুগছেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। এই বহিস্কারাদেশ বহাল থাকলে তাদের আর খেলাই হবে না। অনেকটা বাধ্য হয়েই ক্রিকেটারদের অবসর নিতে হবে।

আইসিসির এই সিদ্ধান্ত জিম্বাবুয়ের ক্রিকেটারদের রুটি-রুজিতেও প্রভাব পড়বে নিশ্চিত। মুলত জিম্বাবুয়ে সরকারের বোর্ডের ওপর খবরদারি মেনে নেয়নি আইসিসি। এই নিয়ে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের বক্তব্য, ‘আমরা কোনো সদস্য দেশকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়ার আগে অনেকবার ভাবি। কিন্তু খেলাধুলাকে রাজনৈতিক সংস্পর্শ থেকে দূরে রাখতেই হবে। জিম্বাবুয়েতে যা হয়েছে তা আমাদের গঠনতন্ত্রের বিরোধী এবং আমরা এটিকে এমনিতেই ছেড়ে দিতে পারি না।’

তবে আগামী তিন মাসের মধ্যে আইসিসিকে সন্তোষজনক খবর দিতে পারলে জিম্বাবুয়ের বহিস্কারাদেশ উঠে যেতে পারে। পুনরায় দলটি সদস্য পদ ফিরে পাবে। তা না হলে অক্টোবরের সভায় বড় ধরণের শাস্তি পেরে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের ক্রিকেটারদের ভবিষ্যত কোন দিকে যাচ্ছে নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। আগস্টে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের পর হবে পুরুষদের টি-টোয়েন্টি বাছাই। এখানে খেলতে না পারলে জিম্বাবুয়ের বিশ্বকাপ খেলা হবে না।

এ নিয়ে ক্রিকেটের বিখ্যাত ওয়েবসাইট ক্রিকইনফোকে সাক্ষাৎকার দিয়েছেন সিকান্দার রাজা। তিনি বলেছেন,‘ আমরা যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে না পারি তাহলে হয়তো বাংলাদেশ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজটিও খেলতে পারব না। যদি ক্রিকেট বোর্ড না শোধরায়? আইসিসি কি আগের কমিটিকে দায়িত্ব দেবে? তারা কী চাচ্ছে?’

ক্ষুব্ধ রাজা যোগ করেছেন,‘ আমি জানি না আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আমরা এখন কোথায় যাব, কী করব? এটা কি ক্লাব ক্রিকেট নাকি কোনো ক্রিকেটই না আমাদের জন্য? আমরা কি এখন আমাদের খেলার সরঞ্জামগুলো পুড়িয়ে দিয়ে চাকরি খোঁজা শুরু করব? আমি সত্যিই জানি না এখন আমাদের কী করা উচিৎ।’

সোনালীনিউজ/আরআইবি

 

Wordbridge School
Link copied!