• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যাট হাতে সৌম্য ফের জানিয়ে দিলেন তিনি তৈরি


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১৯, ২০১৮, ০৩:১০ পিএম
ব্যাট হাতে সৌম্য ফের জানিয়ে দিলেন তিনি তৈরি

ফাইল ছবি

ঢাকা : এশিয়া কাপ থেকে দৌড়ের ওপর আছেন তিনি। কখন, কোথায় ডাক পড়ে বলা মুশকিল। তাই সবসময় ব্যাগ-ট্যাগ গুছিয়েই রাখেন সৌম্য সরকার। ওয়েস্ট  ইন্ডিজ সিরিজের জন্য যে তিনি তৈরি সেটি ব্যাট হাতে প্রস্তুতি ম্যাচে আরো একবার জানিয়ে দিলেন।

দুই দিনের ম্যাচের প্রথম দিন দিন ৩০৩ রানে ইনিংস ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখার সময় বিসিবি একাদশ সৌম্যর উইকেট হারিয়ে তুলেছে ১৭০ রান। ক্রিজে আছেন সাদমান ইসলাম ৭০ ও নাজমুল হোসেন শান্ত ১৯ রান নিয়ে।

এর আগে সৌম্য স্বভাবসুলভ ভঙ্গিতে ৭৮ রান করেছেন ১০৩ বলে। চার মেরেছেন ১০টি ও ছক্কা তিনটি।

রোববার (১৮ নভেম্বর) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দু’দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিনই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিয়েরন পাওয়েল ও শাই হোপের জোড়া হাফ-সেঞ্চুরিতে ভালো অবস্থায় পৌঁছে যায় ক্যারিবীয়রা। পাওয়েল ৭২ রানে থামলেও ৮৮ রানে রিটায়ার্ড হার্ট হন।

এ ছাড়া রোস্টন চেজ ৩৫, শিমরোন হেটমায়ার ও উইকেটরক্ষক শেন ডাউরিচ ২৪ রান করে করেন। বাংলাদেশের নাইম হাসান ২টি, শফিউল ইসলাম, রুবেল হোসেন, ফজলে রাব্বি ও সৌম্য ১টি করে উইকেট নেন।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!