• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাটম্যান হিসেবে দলে আসছেন তাসকিন


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২২, ২০২০, ০৮:৫৮ পিএম
ব্যাটম্যান হিসেবে দলে আসছেন তাসকিন

ছবি: সংগৃহীত

ঢাকা: করোনার মাঝে মিরপুরে ব্যক্তিগত অনুশীলনের শেষে ধানমন্ডির আবাহনী মাঠে প্রায় নেটে দেখা যেতে তাসকিন আহমেদকে। শুধু বোলিংয়ে নয়। ব্যাটিং দক্ষতা বৃদ্ধির দিকে মনোযোগ বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদের। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলের জন্য রাখতে চান অবদান এই স্পিডস্টার। 

লক্ষ্য স্থির করেছেন লাইন-লেন্থ ঠিক রেখে আগের চেয়ে আরো গতি বৃদ্ধি করবেন। আগের তুলনায় ফিটনেসে উন্নত হওয়ায় আগামীতে তা ধরে রাখার চ্যালেঞ্জ তাসকিনের।  মজার ব্যাপার হলো। বল হাতে খ্যাপাটে সেই তাসকিন নয়। নেট ব্যাটিংয়ে ভিন্ন এক তাসকিন। ঘণ্টার পর ঘণ্টা ব্যাটিং করেন। বোলিং প্রতিভা থাকলেও, এই পেসার মনে করেন টেলএন্ডার ব্যাটসম্যান হিসেবে আছে তার ঘাটতি। আর তাই নিজেকে ভিন্নভাবে আবিষ্কার করেছেন। শেষভাগে দলের হয়ে ব্যাটিংয়েও রাখতে চান অবদান।

তাসকিন বলেন, আজ বোলারদের ব্যাটিং সেশন ছিল। বেশ উপভোগ করেছি। ব্যাটিংয়ের চ্যালেঞ্জগুলো নিতে শিখতে হবে।

দীর্ঘদিন করোনায় চার দেয়ালে বন্দী জীবনে থেকেও নিজেকে দারুণভাবে গুছিয়ে নিয়েছেন তাসকিন। মিরপুরের সেন্টার উইকেটে গেলো ক'দিনের বোলিং বেশ নজর কেড়েছে। প্রতিপক্ষ ব্যাটসম্যানকে বিভ্রান্ত করেছেন। মিরপুরের উইকেটে বাড়তি বাউন্সও পেয়েছেন। গতি আর ছন্দে বেশ পরিণত এক পেসার হয়ে ওঠার অপেক্ষায় এই স্পিড স্টার।

তাসকিন আরো বলেন, 'টেলএন্ডারদের সাপোর্ট দিতেই হবে। আমরা চেষ্টা করছি। আরও উন্নতি হচ্ছে। আশা করছি সামনে আমাদের টেল এন্ডাররা আরও ভালো করবে।'

লম্বা সময় হলো জাতীয় দলের বাইরে তাসকিন। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আড়াই বছর আগে। এবার তাই মুখিয়ে ভালো কিছু করার। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!