• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাটিংয়ে শীর্ষে সাকিব, বোলিংয়ের সেরা দশে মোস্তাফিজ-সাইফউদ্দিন


ক্রীড়া প্রতিবেদক জুন ১৯, ২০১৯, ০৬:৩২ পিএম
ব্যাটিংয়ে শীর্ষে সাকিব, বোলিংয়ের সেরা দশে মোস্তাফিজ-সাইফউদ্দিন

ছবি সংগৃহীত

ঢাকা: এবারের বিশ্বকাপে সবমিলিয়ে অনুষ্ঠিত হবে ৪৮টি ম্যাচ। লিগ পর্বেই খেলা মাঠে গড়াবে ৪৫টি। এরই মধ্যে ২৪টি ম্যাচ হয়েও গেছে। অর্থাৎ, বিশ্বকাপের অর্ধেক শেষ। আসরের মাঝপথে ব্যাট-বলের পরিসংখ্যান বলছে, দুই ক্ষেত্রেই বাংলাদেশের জয়জয়কার। রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। আর সেরা দশ বোলারের তালিকায় আছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

এখন পর্যন্ত ৪ ইনিংসে ব্যাট করে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিবের সংগ্রহ ৩৮৪ রান। হাঁকিয়েছেন দুটি করে সেঞ্চুরি ও ফিফটি। শেষ দুটি ম্যাচে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা সেঞ্চুরি হাঁকানোয় এখন তার সামনে হ্যাটট্রিকের সুযোগ।

সাইফউদ্দিন ও মোস্তাফিজ দুজনেই নিজেদের প্রথম বিশ্বকাপে খেলছেন। পেস অলরাউন্ডার সাইফউদ্দিন ধারাবাহিকভাবে উইকেট শিকার করছেন। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় যৌথভাবে পঞ্চম স্থানে আছেন তিনি। কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজ সমান ম্যাচে ৭ উইকেট নিয়ে যৌথভাবে নয় নম্বরে।

সেরা ব্যাটসম্যান:
নাম                               দল         ম্যাচ         রান         গড়
১. সাকিব আল হাসান    বাংলাদেশ      ৪         ৩৮৪       ১২৮.০০
২. জো রুট                    ইংল্যান্ড      ৫         ৩৬৭        ৯১.৭৫
৩. অ্যারন ফিঞ্চ           অস্ট্রেলিয়া     ৫          ৩৪৩       ৬৮.৬০
৪. রোহিত শর্মা             ভারত          ৩          ৩১৯        ১৫৯.৫০
৫. ডেভিড ওয়ার্নার       অস্ট্রেলিয়া     ৫          ২৮১        ৭০.২৫
৬. ইয়ন মরগান            ইংল্যান্ড       ৫          ২৪৯        ৬২.২৫
৭. স্টিভেন স্মিথ            অস্ট্রেলিয়া     ৫          ২৪৩       ৪৮.৬০
৮. জনি বেয়ারস্টো        ইংল্যান্ড        ৫          ২১৮        ৪৩.৬০
৯. জেসন রয়               ইংল্যান্ড        ৪           ২১৫       ৭১.৬৬
১০. জস বাটলার            ইংল্যান্ড       ৫           ১৮৭       ৪৬.৭৫
 
সেরা বোলার:
          নাম                      দল              ম্যাচ    উইকেট         গড়
১. মোহাম্মদ আমির        পাকিস্তান         ৪            ১৩          ১৩.০৭
১. মিচেল স্টার্ক             অস্ট্রেলিয়া         ৫            ১৩          ১৯.১৫
৩. জোফরা আর্চার          ইংল্যান্ড          ৫            ১২          ১৮.০৮
৪. প্যাট কামিন্স             অস্ট্রেলিয়া        ৫            ১১          ১৮.৮১
৫. মার্ক উড                 ইংল্যান্ড            ৪             ৯          ১৮.১১
৫. মো.সাইফউদ্দিন       বাংলাদেশ          ৪             ৯          ২৭.৫৫
৭. লোকি ফার্গুসন         নিউজিল্যান্ড      ৩             ৮          ১২.৩৭
৭. ইমরান তাহির           দক্ষিণ আফ্রিকা  ৫             ৮          ২৫.৬২
৯. ম্যাট হেনরি              নিউজিল্যান্ড      ৩            ৭           ১৮.০০
৯. ওশানে থমাস            ওয়েস্ট ইন্ডিজ    ৫            ৭           ২৬.৫৭
৯. মোস্তাফিজুর রহমান  বাংলাদেশ          ৪             ৭          ৩৫.৫৭

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!