• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাজিল-আর্জেন্টিনার বাড়ি কই


মো: গোলাম মোস্তফা (দুঃখু ) জুন ১৪, ২০১৮, ০১:০৬ পিএম
ব্রাজিল-আর্জেন্টিনার বাড়ি কই

রাশিয়া তোমার খবর বলো,
হাতের মাঝে এটা কি ।
বিশ্ব এখন তোমার দিকে,
আছে বড় মজা নিয়ে ।

গোল গোল রাশিয়ার ফুল!
দর্শক থাকবে নাচের তালে,
মেসি খেলবে নামের সুরে ।

পায়ের নিচে বল,
মেসির মন জালের দিকে ।
কখন যাবে বল খানা ,
গোলের আওয়াজ নিয়ে ।

নাচ হবে খেলার মাঠে,
গোল দিবে নেইমার ।

মেসি বলে ছোট নেইমার,
এত নাচন করো না।
পায়ের মাঝে চাপ লাগবে,
ঘাসের নাটক বুঝবে না ।

মেসি ভাই এত ভালো,
নেইমার আমি বলছি।

ব্রাজিল দর্শক চুপ থাকো!
গোলের দেখা হবে কম,
আমার গুরু মেসি ভাই ।

এত সুন্দর মানুষ খানা!
দেখতে লাগে নায়ক একটা,
নাম তার রোনালদো।

সবাই নাচে গানের তালে,
রোনালদো থাকে গোলের তালে।

বড় একা খেলার মাঠে,
কি করিবে রোনালদো ভাই ।
তাই এতো ঘাম জ্বরে ,
একা একা গোল চাই ।

বিশ্বকাপ এবার দেখতে ভালো!
রাশিয়া বলে কথা ।

মেসি হবে বিশ্ব সেরা,
বিশ্বকাপ থাকবে চোখের পাতায়।
জেতার আশায় এসেছে এবার,
বিশ্ব কাপ হবে মেসির খেলা।

বাংলার চাচা রেগে আছে!
বিশ্বকাপ হবে ভালো কথা।
নিজের দেশের পতাকা রেখে,
এত মজা আসে কি করে ।

ব্রাজিল আর্জেন্টিনার বাড়ি কই!
বাংলার চাচার প্রশ্ন ?

নাতি বলছে আমার,
বাংলাদেশ কে তারা চিনে না।

এমন পাগল আমি না!
এমন দেশের ভক্ত হবো,
যারা আমার দেশ কে চিনবে না ।

ফুটবল খেলা মজার খেলা,
আনন্দ হবে পর্দায় ।
ভালো লাগে দেখবো খেলা,
তবে নিজের দেশ কে ছোট করে নয় ।

লেখক:বিতার্কিক-শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ,পোর্ট  সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,খুলশী,চট্টগ্রাম

Wordbridge School
Link copied!