• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১, ২০১৯, ০৩:১৪ পিএম
ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

ঢাকা: আর্জেন্টিনা দলে ফিরেছেন বার্সেলোনার মহাতারকা লিওনেল মেসি। চলতি মাসে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে আছেন তিনি। গত জুলাইতে কোপা আমেরিকা চলার সময় দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার কারণে আন্তর্জাতিক ফুটবলে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বার্সেলোনা তারকা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি। দলে ফিরেছেন সার্জিও আগুয়েরোও। গেল জুন-জুলাইয়ে ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকার পর থেকে দলের বাইরে ছিলেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার। দলে ফেরানো হয়েছে টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার জিওভানি লো সেলসোকে।

তবে জায়গা পাননি পিএসজি জার্সিতে উড়তে থাকা স্ট্রাইকার মাউরো ইকার্দি। ২০১৮ সালের নভেম্বরে মেক্সিকোর বিপক্ষে জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচটি খেলেছিলেন তিনি। ইকার্দির ক্লাব সতীর্থ দুরন্ত ফর্মে থাকা অ্যাঙ্গেল দি মারিয়াও উপেক্ষিত হয়েছেন। গত ৬ জুলাই কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে সেটাই ছিল মেসির শেষ ম্যাচ।

ওই ম্যাচের ৩৭তম মিনিটে লাল কার্ড দেখেছিলেন তিনি। তার আগে সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বার্সা অধিনায়ক। এর ফলে গেল ৩ অগাস্ট মেসিকে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং ৫০ হাজার ডলার জরিমানা করা হয়। সেই হিসেবে আগামী ৩ নভেম্বর শেষ হতে যাচ্ছে তার সাজার মেয়াদ।আগামী ১৫ নভেম্বর সৌদি আরবের রিয়াদে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তিন দিন পর ইসরায়েলের তেল আবিবে তারা মোকাবিলা করবে উরুগুয়েকে।

২৬ সদস্যের আর্জেন্টিনা দল :

গোলরক্ষক: হুয়ান মুসো (উদিনেসে), অগাস্টিন মার্চেসিন (পোর্তো), এমিলিয়ানো মার্তিনেজ (আর্সেনাল), এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স);

ডিফেন্ডার: হুয়ান ফোইথ (টটেনহ্যাম হটস্পার), রেনজো সারাভিয়া (পোর্তো), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), হার্মান পেজ্জেয়া (ফিওরেন্তিনা), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স আমস্টারডাম), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), ওয়াল্টার কানেমান (গ্রেমিও), নেহুয়েন পেরেজ (ফামালিকাও);

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গুইদো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ডমিঙ্গেজ (ভেলেজ সার্সফিল্ড), রদ্রিগো দে পল (উদিনেসে), মার্কোস আকুনা (স্পোর্টিং লিসবন), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), লুকাস ওকাম্পোস (সেভিয়া);

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), নিকোলাস গনজালেজ (স্টুর্টগার্ট), লুকাস আলারিও (বায়ার লেভারকুসেন), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), পাওলো দিবালা (জুভেন্টাস)।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!