• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ব্রাহ্মণবাড়িয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০১৯, ১১:০৩ এএম
রাষ্ট্রপতি ও  প্রধানমন্ত্রী শোক

ঢাকা : ব্রাক্ষণবাড়িয়ার কসবা এলাকার মন্দভাগে তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সঙ্গে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের প্রতি গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানিয়েছেন।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের রূহের আত্মার মাগফেরাত কামনা করেন ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেন।

এছাড়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা দিতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর ৪টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সঙ্গে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে।  এছাড়া ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। দুর্ঘটনার পর বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!