• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রাহ্মণবাড়ীয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত


ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি জুলাই ১৯, ২০১৯, ১১:১৭ এএম
ব্রাহ্মণবাড়ীয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ব্রাহ্মণবাড়ীয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় জহুরুল হক (৯০) এবং নজরুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা ও রাতে জেলা সদর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ও রাধিকা নামক এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত নজরুল ইসলাম আখাউড়া উপজেলা সদরের কুমারপাড়া এলাকার মৃত আব্দুল গণির ছেলে এবং নিহত জহুরুল হক ব্রাহ্মণবাড়ীয়া পৌরশহরের গোকর্ণঘাট এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আখাউড়া থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের দিকে আসছিল। পথিমধ্যে অটোরিকশাটি সদর উপজেলার রাধিকা এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার যাত্রী নজরুল ইসলাম ছিটকে মহাসড়কে পড়ে গেলে দ্রুতগামী অপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অন্যদিকে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন জহুরুল হক। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন দুটি দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!