• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বড় কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ


ঝালকাঠি প্রতিনিধি ডিসেম্বর ১৫, ২০১৮, ০৬:১০ পিএম
বড় কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

ছবি : সোনালীনিউজ

ঝালকাঠি : জেলার কাঁঠালিয়া উপজেলার ৪৫নং বড় কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার (১৫ ডিসেম্বর) সকালে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং সন্তানের কর্তব্যের গুরুত্ব বোঝাতেই এ সমাবেশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা মাসুমা আক্তারের সভাপতিত্বে এই মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মাওলানা খাইরুল আমিন ছগির।

মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাইরুল আমিন ছগির বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে।

তিনি আরো বলেন, আমার একমাত্র চাওয়া আপনার সন্তানকে ঘিরে। আমি বিশ্বাস করি প্রত্যেক মা এক সুরভিত ফুল আর প্রতিটি ঘর একেকটি স্কুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক মমতাজ জাহান অভিভাবক আ. বারেক সিকদার ও পিয়ারা বেগম ফুর্তি প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!