• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের দোয়া নিয়ে নতুন জীবনের শুরু চান মিরাজ


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২২, ২০১৯, ০৪:৪৪ পিএম
ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের দোয়া নিয়ে নতুন জীবনের শুরু চান মিরাজ

ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দু:সহ সেই স্মৃতি ভুলে বিয়ের পিঁড়িতে বসেছেন বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার। ক্রিকেটের বাইশ গজ মাতিয়ে এবার জীবনের ইনিংস শুরু করলেন মিরাজ।  

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে খুলনায় ঘরোয়া পরিবেশে কনে রাবেয়া আখতার প্রীতির সাথে জাতীয় দলের এই অলরাউন্ডারের আকদ হয়েছে। দীর্ঘ ছয় বছর প্রেমের সম্পর্ক পরিণয় হলো এ বিবাহের মাধ্যমে। কনে খুলনা বিএল কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মিরাজের শ্বশুর বেলাল হোসেন পেশায় একজন ব্যবসায়ী। বিয়ে হলেও এখনই কনেকে তুলে নেয়ার আনুষ্ঠানিকতা হচ্ছে না।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ অফস্পিনার। নববধূর সাথে তোলা একটি ছবি ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে পোস্ট করেছেন মেহেদী হাসান মিরাজ।

ক্যাপশনে তিনি ইংরেজিতে লিখেছেন, Alhamdulillah...
I am starting a new journey in my life today. I would like to request the blessings of all my fans and well wishers for my new beginning. May the Rahmat of ALLAH always shower upon us.

বাংলায়, আলহামদুলিল্লাহ। আজ আমি জীবনের দ্বিতীয় ইনিংসে যাত্রা শুরু করলাম। নতুন জীবনের শুরুতেই আমার সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করছি। যেন সর্বদা আমাদের ওপর আল্লাহর রহমত বর্ষিত হয়।

বেশ অনাড়ম্বর পরিবেশে বিয়ে করেন মিরাজ। খুলনার মেয়ে রাবেয়ার সঙ্গে ৬ বছর প্রেমের পর বিয়ে করেন তিনি। শুভ হোক নবদম্পতির পথচলা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!