• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভবিষ্যতে দেশে হত দরিদ্র বলে কিছু থাকবে না


নিজস্ব প্রতিবেদক মার্চ ২০, ২০১৯, ১২:৪২ পিএম
ভবিষ্যতে দেশে হত দরিদ্র বলে কিছু থাকবে না

ঢাকা: অতি দরিদ্রের হার ১১ ভাগে নামিয়ে আনা হয়েছে, ভবিষ্যতে দেশের অতিদরিদ্র বলে কিছু থাকবে না জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২০ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন সংক্রান্ত জাতীয় কমিটি এবং বাস্তবায়ন কমিটির যৌথ সভায় তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তৃনমূল পর্যায়েও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালনের আহ্বান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের গ্রামে দারিদ্রে হাহাকার, থাকার জায়গা নেই, খাওয়া কিছু নেই এই কষ্টগুলো বাবাকে ব্যথিত করেছে এবং সেজন্যই তিনি জীবনের সবকিছু ত্যাগ করে বাংলাদেশের মানুষের জন্য কষ্ট স্বীকার করে গেছেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, তার কষ্টের কারণেই আমরা স্বাধীন রাষ্ট্রের জাতি হিসেবে পেয়েছি মর্যাদা। দারিদ্রের হার কমিয়ে এনেছি এক সময় বাংলাদেশে হত দরিদ্র বলে কিছু থাকবে না।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!