• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত থেকে আসা পেঁয়াজের এক তৃতীয়াংশই নষ্ট!


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ১৯, ২০২০, ০৯:৪৯ পিএম
ভারত থেকে আসা পেঁয়াজের এক তৃতীয়াংশই নষ্ট!

চাঁপাইনবাবগঞ্জ: পাঁচদিন আটকে থাকার পর আমদানি করা পেঁয়াজের এক তৃতীয়াংশই নষ্ট হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট আমদানিকারকরা। আর যাদের পেঁয়াজ এখনো আটকে রয়েছে তারা পুঁজি হারিয়ে পথে বসার আশঙ্কা করছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে আমদানি করা পেঁয়াজগুলো খালাসের সময় এ চিত্র দেখা যায়।

আমদানিকারক খাদিজা এন্টারপ্রাইজের প্রতিনিধি জানান, তার আটকে থাকা সাত ট্রাক পেঁয়াজের মধ্যে এক ট্রাকে ৩০ টন বাংলাদেশে প্রবেশ করেছে। যার মধ্যে ১০ টনের মতো পেঁয়াজ নষ্ট হয়ে গেছে।  

তিনি আরও জানান, আটকে পড়া বাকি ট্রাকগুলো দ্রুত না এলে সেগুলোর পেঁয়াজও পুরোটাই নষ্ট হয়ে যাওয়া সম্ভানা বেশি। এতে করে পুঁজি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়বেন তার মতো অনেক আমদানিকারক।

এদিকে জেলা সদর ও শিবগঞ্জের বাজারগুলোতে পেঁয়াজ আমদানির খবর ছড়িয়ে পড়ার পর এর প্রভাব পড়েছে। স্থানীয় বাজারে কেজি প্রতি ১০ টাকা কমেছে। বাজারে এখন ৫০-৫৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!