• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারত পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ২৪, ২০২০, ০১:২১ পিএম
ভারত পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প

ঢাকা : নির্ধারিত সময়ের কিছুটা আগেই স্থানীয় সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে অবতরণ করল মার্কিন প্রেসিডেন্টের বিমান।

বিমান থেকে সস্ত্রীক নামার পর ডোনাল্ড ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্প কন্যা ইভাঙ্কা এবং জামাতাকেও অভ্যর্থনা জানান তিনি।

আমেদাবাদে পা দেয়ার আগেই এয়ার ওয়ান বিমান থেকে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদিকে টুইট করেন, ভারতে আসার জন্য প্রস্তুত আমি।

কয়েক ঘণ্টার মধ্যে দেখা হচ্ছে সবার সঙ্গে। ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে আমাদেবাদে সাজ সাজ রব।

ডোনাল্ড ট্রাম্পের হিন্দিতে টুইটের জবাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী। মোতরা স্টেডিয়ামে লাখ লাখ মানুষের ভিড়।

গান-নৃত্যে সাদরে আমন্ত্রণ জানানোর কোনও ত্রুটিই রাখা হয়নি। ট্রাম্পের হিন্দিতে টুইট পেয়ে নমো জানালেন মোদি, অতিথি দেব ভব।

ভারতের পথে যাত্রা শুরু ট্রাম্পের : রাষ্ট্রীয় সফরে ভারতের পথে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুই দিনের জন্য স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে তিনি দেশটিতে সফরে যাচ্ছেন। এবার তাদের সঙ্গে থাকছেন মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জেরাড কুশনার।

দীর্ঘ ১৭ ঘণ্টার যাত্রাপথে তারা প্রথমে জার্মানির রামস্টেইন সামরিক ঘাঁটিতে বিরতি দেবেন। সেখানে কিছু সময় বিশ্রাম নেওয়ার পর তারা পুনরায় ভারতের পথে রওনা হবেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, এবার ভারতের মোট তিনটি শহরে যাবেন ট্রাম্প। আহমেদাবাদ, আগ্রা এবং রাজধানী নয়াদিল্লি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫৫ মিনিটে প্রেসিডেন্টকে বহনকারী বিমান গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে শুরু হবে ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, এবার ভারতের মোট তিনটি শহরে যাবেন ট্রাম্প। আহমেদাবাদ, আগ্রা এবং রাজধানী নয়াদিল্লি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫৫ মিনিটে প্রেসিডেন্টকে বহনকারী বিমান গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে শুরু হবে ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো।

বিমানবন্দর থেকে সজ্জিত পথে মোতেরা স্টেডিয়াম পর্যন্ত দীর্ঘ ২২ কিলোমিটার রাস্তা জুড়ে চলবে রোড শো। যাত্রাপথে মোট ২৮টা মঞ্চে বিভিন্ন রাজ্যের সংস্কৃতির ঝলক দেখা যাবে। এ সময় তারা মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রমেও যাবেন। সেখানে তাকে প্রধানমন্ত্রী মোদীর পক্ষ থেকে চরকা উপহার দেওয়া হবে। এরপর মোতেরা স্টেডিয়ামে তিনি পৌঁছাবেন বেলা ১টা ১৫ মিনিটে। সেখানে ‘নমস্তে ট্রাম্প’ নামে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানেই মধ্যাহ্নভোজ শেষে তারা যাবেন আগ্রায়।

বিকালে আগ্রায় পৌঁছেই সূর্যাস্তের আলোয় সামনে থেকে অপরূপ তাজমহলের দৃশ্য দেখার পর রাজধানীর পথে রওনা হবেন ট্রাম্প। পরদিন মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে তাকে স্বাগত জানানো হবে। সেখান থেকে রাজঘাটে গান্ধীর প্রতি সম্মান প্রদর্শন করবেন তারা।

বেলা সাড়ে ১১টায় শুরু হবে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের গুরুত্বপূর্ণ এক বৈঠক। সেখানে মধ্যাহ্নভোজ শেষে দুপুর তিনটায় মার্কিন দূতাবাসে যাবেন ট্রাম্প। সেখানে ভারতীয় শিল্প ও বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে কিছুক্ষণ সাক্ষাৎ করবেন তিনি। যদিও এর ফাঁকেই দিল্লির সরকারি স্কুল পরিদর্শন করবেন মেলানিয়া ট্রাম্প। এরপর রাত ১০টায় তারা আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরু করবেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!