• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতকে কখনই মুসলমানরা দখল করতে পারবে না


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৯, ২০২০, ১০:৫২ এএম
ভারতকে কখনই মুসলমানরা দখল করতে পারবে না

ঢাকা: ক্ষমতাসীন বিজেপির অনেক নেতা-কর্মীই মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখেন। তারা মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে কথা বলে আসলে একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে চক্রান্ত করতে চাইছেন। সম্প্রতি কলকাতা সফরে এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, মুসলিমরা ভারত দখল করে নেবে এই ভয়ের কোনও ভিত্তি নেই। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনি ভারতের তুলনা করে বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ দিক দিয়ে একই রকম। সংখ্যালঘুরা এখানে সংখ্যালঘুই। তারা প্রভাবশালী হওয়ার ধারে কাছে নেই।

সোমবার বিকেলে টাটা স্টিল কলকাতা লিটারারি মিট-এ যোগ দিতে আসেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। তিনি এবং তার স্ত্রী নোবেলজয়ী গবেষক এস্থার ডুফ্লো মিলে একটি বই লিখেছেন, যার নাম ‘গুড ইকনোমিকস ফর হার্ড টাইম’। ওই বইয়ের উদ্বোধন করতেই কলকাতায় গিয়েছিলেন তারা।

সংখ্যালঘুদের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, শাসক দলের ঘনিষ্ঠ মহল থেকে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির কথা বলে সবাইকে সতর্ক হতে বলা হচ্ছে। আসলে এটা একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে চক্রান্ত।

তিনি বলেন, বলা যায়, সংখ্যালঘুদের পুরো গোষ্ঠীই আপেক্ষিকভাবে অর্থনৈতিক ও শিক্ষাগত দিক থেকে বঞ্চিত। 
যুক্তরাষ্ট্রে আফ্রিকান আমেরিকান ও মেক্সিকানরা সংখ্যালঘু। সেখানেও তাদের ঘিরে একই মনোভাব চোখে পড়ে বলে জানান অভিজিৎ।

তিনি বলেন, আপনারা ভয় পাচ্ছেন অন্য গোষ্ঠী বেশি শক্তিশালী হয়ে পড়বে। কিন্তু এখানে সেটা হবে না। আমি মনে করি না এখানে এমন কোনও ভয়ের কারণ সত্যিই আছে যে মুসলিমরা দেশ দখল করে নেবে। তারা আসলেই কখনও ভারত দখল করবে না।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!