• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতকে দু’বার অলআউট করা সম্ভব বলছেন মিঠুন


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১২, ২০১৯, ০৯:১৩ পিএম
ভারতকে দু’বার অলআউট করা সম্ভব বলছেন মিঠুন

ঢাকা: টেস্ট ক্রিকেটে সফল হতে হলে প্রতিপক্ষকে দু’বার অলআউট করতে হয়। বাংলাদেশ কি পারবে ভারতের ২০ উইকেট তুলে নিতে? ঘুরে ফিরে এই প্রশ্নটা আসছে। তবে মোহাম্মদ মিঠুন আত্মবিশ্বাসি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের সিরিজে তিন টেস্টে মোটে ২৫ উইকেট হারায় ভারত। শেষ দুই টেস্ট জেতে ইনিংস ব্যবধানে। স্পিনের বিপক্ষে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে কতটা কি করতে পারবেন তাইজুল ইসলাম, নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজরা?

ইন্দোরে বৃহস্পতিবার শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি। হোলকার স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম অনুশীলন সেশনের পর মিঠুন জানান, সুশৃঙ্খল বোলিং করতে পারলে দুইবার স্বাগতিকদের অলআউট করা অসম্ভব নয়,‘ বিশ্বাস করি এটা সম্ভব। আমি একজন ব্যাটসম্যান, আমার আউট হতে একটা বলই লাগে। এটা সব ব্যাটসম্যানের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা যদি চাপ তৈরি করতে পারি, যে বোলিং ইউনিট আছি যদি সুশৃঙ্খল বোলিং করতে পারি, অবশ্যই সম্ভব।’

এরপর মিঠুন যোগ করেন,‘ অবশ্যই আমরা ওদের সম্মান করি। ওরা বিশ্বের সেরা দলগুলোর একটি। বিশেষ করে দেশের মাটিতে ওরা অনেক বেশি শক্তিশালী। আমরা এই সিরিজের দিকে তাকিয়ে আছি।’ বাংলাদেশের সবচেয়ে বড় দুই অস্ত্র সাকিব আল হাসান ও তামিম ইকবাল নেই ভারত সফরে। তাদের অভাব টেস্টে অনুভূত হবে এটাই স্বাভাবিক। মিঠুন বলছেন,‘ অবশ্যই সাকিব, তামিমের অভাব অনুভব করব। তারা আমাদের সেরা খেলোয়াড়। তবে এটা নিয়ে পড়ে থাকার সুযোগ নেই। ওদের অভাব পূরণ করতে দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে। সাকিব ভাইকে রিপ্লেস করার অবস্থা আমাদের নেই। তারা থাকলে তাদের অভিজ্ঞতা কাজে দিত। তবে তারা যেহেতু নেই সেটি চিন্তা করে যারা আছি, কিভাবে ভালো করতে পারি সেদিকে মনোযোগ দিচ্ছি।’

উইকেটের জন্য তাইজুল-মিরাজ কিংবা বড় রানের জন্য মুমিনুল-মুশফিক-মাহমুদউল্লাহর দিকে তাকিয়ে নেই বাংলাদেশ। মিঠুন জানান, নিজের অবস্থান থেকে সবাই যতটুকু সম্ভব অবদান রাখতে প্রস্তুত,‘ আমাদের দলটি ভারসাম্যপূর্ণ। ব্যাটিং, বোলিং দুই দিক থেকেই দলে ভালো ভারসাম্য আছে। যখন আমরা দল হিসেবে খেলতে পারি তখন আমরা ভালো করি। জিততে হলে আমাদের একজন-দুইজনের ওপর নির্ভর করলে চলবে না। পুরো দলেরই ভালো করতে হবে। বিশেষ করে ভারতের মতো দলের বিপক্ষে ইউনিট হিসেব খেলতে পারলে আমাদের সম্ভাবনা থাকবে।’ 

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!