• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতকে রক্ষা করলেন রাহানে


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৩, ২০১৯, ০৮:০৭ পিএম
ভারতকে রক্ষা করলেন রাহানে

ঢাকা : অ্যান্টিগায় প্রথম টেস্টের প্রথম দিনে ভারতের শুরুটা ভালো হলো না। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস করতেই বিলম্ব হয়। এরপর খেলার মাঝে মাঝে বৃষ্টি এসে বাগড়া দিয়েছে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। প্রথম চার ব্যাটসম্যান ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে পারেননি। চার ব্যাটসম্যান মিলে করেছেন ৯৩। ৩৪.২ ওভারেই ৯৩ রানে চার উইকেট হারিয়ে বসে ভারত।  প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২০৩ রান।

দ্রুত চার উইকেট হারিয়ে ফেলার পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন আজিঙ্কা রাহানে। এদিন ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। মায়াঙ্ক ৫ রানে ফিরে যান। তিন নম্বরে ব্যাট করতে নামা টেস্ট ‘বিশেষজ্ঞ’ চেতেশ্বর পূজারার ব্যাট থেকে আসে মাত্র ২ রান। চারে নেমে মাত্র ৯ রান করে ফিরে যন বিরাট কোহলি।

এর পর লোকেশ রাহুলের সঙ্গে যোগ দেন পাঁচ নম্বরে নামা রাহানে। লোকেশ ৪৪ রান করে আউট হন। এর পর হনুমা বিহারিকে নিয়ে লড়াই শুরু করেন রাহানে। ৯৩ রানে চার উইকেট থেকে ভারতের পঞ্চম উইকেট পরে ১৭৫ রানে। হনুমাআ বিহারি আউট হন ৩২ রানে। রাহানে আউট হন ৮১ রানে।

৬৮.৫ ওভারে বৃষ্টিতে আবার বন্ধ হয়ে যায় ম্যাচ। ২০ রানে ঋষভ পন্থ ও ৩ রানে রবীন্দ্র জাদেজা রয়েছেন ক্রিজে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম দিন তিন উইকেট নেন কেমার রোচ। দুই উইকট নেন শ্যানন গ্যাব্রিয়েল। এক উইকেট নিয়েছেন রোস্টন চেজ।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!