• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতীয় পেসারদের কাছে দিশেহারা বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৪, ২০১৯, ১২:১১ পিএম
ভারতীয় পেসারদের কাছে দিশেহারা বাংলাদেশ

ঢাকা: ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপে অভিষেক ঘটলো বাংলাদেশের। তবে শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। ম্যাচের ৬ষ্ঠ ওভারে দলীয় ১২ রানে প্যাভিলিয়নে ফিরেন ওপেনার ইমরুল কায়েস। 

এক ওভার পরে ইশান্ত শর্মার বলে ফিরে যান আরেক ওপেনার সাদমান ইসলামও। দুজনেই ব্যাক্তিগত ৬ রানে আউট হন। বাংলাদেশের হয়ে তিনে ব্যাটিং করতে নামেন অধিনায়ক মুমিনুল হক। মাঠে তার সঙ্গে আছেন মোহাম্মদ মিঠুন।

দ্রুত দুই ওপেনারকে হারিয়ে যখন ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, তখন দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক মুমিনুল হক এবং ব্যাটমসম্যান মোহাম্মদ মিঠুন। কিন্তু এ দু’জন ১৯ রানের জুটি গড়ার পরই বিচ্ছিন্ন হয়ে যেতে বাধ্য হন। ৩৬ বল খেলে ১২ রান করে মোহাম্মদ শামির বলে ফিরে যান মোহাম্মদ মিঠুন। এলবিডব্লিউর শিকার হন তিনি।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান। মুমিনুল হক রয়েছেন ২২ রানে। তার সঙ্গী মুশফিকুর রহীম রয়েছেন ৪ রানে।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, ইবাদত হোসেন। 

ভারতীয় দল: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!