• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে দ্রুত ছড়াচ্ছে করোনা, একদিনে আক্রান্ত ২২৭


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৩১, ২০২০, ০৩:২৯ পিএম
ভারতে দ্রুত ছড়াচ্ছে করোনা, একদিনে আক্রান্ত ২২৭

ছবি: ইন্টারনেট

ঢাকা: এবার প্রতিবেশী দেশ ভারতে দ্রুত ছড়াচ্ছে করোনা। বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশটিতে একদিনে ২২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩২ জন। এর মধ্যে পশ্চিমবঙ্গে নতুন করে একজন মারা গেছেন। 

সপ্তম দিনের মতো চলা লকডাউনে জনশূন্য ভারতের প্রায় সব শহর। করোনার ছোবলে নাকাল গোটা বিশ্ব। যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া। সব কিছু স্তব্ধ করে দিয়েছে প্রাণঘাতী এ ভাইরাস।

পুরো ভারতে চলমান লকডাউনে দেশের সব শহরে চিত্রই অনেকটা একই রকম। করোনার বিস্তার রোধে রাজ্য সরকারগুলোর সঙ্গে সমন্বয় রেখে তৎপরতা চালিয়ে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। 

পশ্চিমবঙ্গের জেলায় জেলায় করোনা হাসপাতাল গড়ে তোলার কাজ শুরু করেছে তৃণমূল সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চিকিৎসা যেন সঠিক সময়ে হয়, তাকে লুকিয়ে না রেখে চিকিৎসা করতে হবে।

এদিকে, কেরালা রাজ্যে করোনায় আক্রান্ত ৯০ বছর বসয়ী দম্পতির সুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তারা দুজনই সম্প্রতি ইতালি থেকে ভারতে ফেরেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!