• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে নেতানিয়াহু-যুবরাজের ‘বৈঠকের’ গুঞ্জন


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ৮, ২০১৯, ০৮:০৬ এএম
ভারতে নেতানিয়াহু-যুবরাজের ‘বৈঠকের’ গুঞ্জন

ঢাকা : এ মাসের কোনো এক সময় ভারত সফরে আসছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ঠিক একই সময় নয়া দিল্লিতে আসার কথা আছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও।

ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ১৮ এর প্রতিবেদনে বলা হয়েছে- ভারতের নির্বাচনের আগ মুহূর্তে নয়া দিল্লি সফরে আসছেন সৌদি যুবরাজ। একই সময় ইসরাইলি প্রধানমন্ত্রীরও আসার কথা আছে। তবে তার সফর ‘অনিশ্চিত’।

খবরে বলা হয়, গত নভেম্বর আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনের ফাঁকে সৌদি যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় তাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে যুবরাজ সালমান এ মাসেই ভরতে আসছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বলা হয়, “যুবরাজের এ সফর ভারতে জন্য অনেক গুরুত্বপূর্ণ।”

নেতানিয়াহু ও মোহাম্মদ বিন সালমানের সাক্ষাতের বিষয়ে ওই প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান ইস্যুতে তালেবানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের ‘পরম বন্ধু’রাষ্ট্র সৌদি আরবকে পাশে চায়। একই ইস্যুতে সৌদি আরব ভারত একে অপরকে পাশে চায়। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরেক বন্ধু রাষ্ট্র ইসরাইলের প্রধান ভারতে আসছেন। যা ভারতের জন্য একটি বিশেষ সুযোগ।

তবে এ তিন নেতার তৃপক্ষীয় কোনো বৈঠক হবে কি না এ প্রতিবেদনে তা উল্লেখ নেই।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!