• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতে বিশ্বকাপ খেলতে ভিসার নিশ্চয়তা চায় পাকিস্তান


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২০, ২০২০, ০৭:২৯ পিএম
ভারতে বিশ্বকাপ খেলতে ভিসার নিশ্চয়তা চায় পাকিস্তান

ঢাকা: সীমান্ত সমস্যার কারণে প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই খারাপ। রাজনৈতিক বাজে সম্পর্কের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। যে কারণে দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। আইসিসির ইভেন্ট ছাড়া উভয় দলের দেখা সাক্ষাত হচ্ছে না।

মহামারী করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছর একই সময়ে (নভেম্বর-ডিসেম্বরে) ভারতে হবে। ২০২২ সালে একই সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়ায়।

আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলার জন্য ভিসা পাওয়ার শঙ্কায় আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক সম্পর্ক খারাপ হওয়ায় ভারতের ভিসা জটিলতায় পিসিবি। সেই শঙ্কা থেকেই আগামী জানুয়ারির আগেই ভারতের ভিসার নিশ্চয়তা চায় পাকিস্তান। 

এ ব্যাপারে পিটিআইকে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, বিশ্বকাপ খেলতে ভারতের ভিসার জন্য ‌আমরা আইসিসির নিশ্চয়তা চেয়েছি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে এ নিয়ে আলোচনা করবে আইসিসি। কারণ ভিসার নিশ্চয়তা ভারত সরকারই দেবে।

ওয়াসিম খানের বক্তব্যের প্রেক্ষিতে বিসিসিআইয়ের এক কর্তা এশিয়ান নিউজকে বলেছেন, ভারত সরকার গত বছর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে একটি চিঠিতে পরিষ্কার জানিয়ে দিয়েছে; বিদেশি কোনও খেলোয়াড় যদি ক্রীড়া ইভেন্টে অংশ নেয়ার জন্য ভিসা চায় তাহলে তা প্রত্যাখ্যান করা হবে না।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!