• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতের কাছে হেরে পিসিবি থেকে মহসিন খানের পদত্যাগ


ক্রীড়া ডেস্ক জুন ২০, ২০১৯, ০৮:৫৩ পিএম
ভারতের কাছে হেরে পিসিবি থেকে মহসিন খানের পদত্যাগ

ছবি সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপে ভারতের কাছে স্রেফ উড়ে গিয়েছে পাকিস্তান। এর জেরে পাকিস্তান  ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্রিকেট কমিটির চেয়ারম্যান মহসিন খান পদত্যাগ করেছেন। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, মহসিন খান নিজেই সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছিলেন।

পিসিবির চেয়ারম্যান এহসান মানির কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা।

ভারতের কাছে হারের পর পিসিবি চেয়ারম্যান এহসান মানির সঙ্গে এক বৈঠকে বসেছিলেন মহসিন খান। সেখানেই তিনি পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। এর পরই তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন এহসান মানি। মহসিন খানের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াসিম খান।

ইহসান মানি জানিয়েছেন, মহসিনের মতো কর্মক্ষম ও দক্ষ ব্যক্তির পদ ছাড়ার সিদ্ধান্ত দুঃখের। তাঁকে যেতে দেওয়াটা সহজ নয় আমাদের কাছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানায়।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!