• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের বিরুদ্ধে এই তিনটি জিনিস চান বাংলাদেশ কোচ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৪, ২০১৯, ১০:১৩ পিএম
ভারতের বিরুদ্ধে এই তিনটি জিনিস চান বাংলাদেশ কোচ

ঢাকা: বাংলাদেশ-ভারত ম্যাচ দু’দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। এই ম্যাচ বাংলাদেশ জিতলে দেশের ফুটবলে দিনবদল শুরু হয়ে যাবে। ভারত জিতলে বিশ্বকাপ বাছাইয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়া হবে। আর এমন ম্যাচের আগে খেলোয়াড়দের কাছে তিনটি জিনিস চেয়েছেন বাংলাদেশ কোচ জেমি ডে। প্রথমত জমাট রক্ষণ, দ্বিতীয়ত শুরুতে গোল না খাওয়া এবং যে সুযোগ আসবে সেটা কাজে লাগানো। 

এই তিন চাওয়া মিলে গেলেই লেখা হতে পারে ইতিহাস। ২০০৩ সালের পর আবারও ভারতের বিপক্ষে জয়ের উৎসবে মাততে পারে বাংলাদেশ। জিতবই-এমনটা অবশ্য বলছেন না ডে। কিন্তু জয়ের ছকটা ঢুকিয়ে দিচ্ছেন শিষ্যদের মাথায়। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে মঙ্গলবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সল্ট লেক স্টেডিয়ামে (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গণ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। আগের দিনের সংবাদ সম্মেলনে জেমি ডে জানালেন ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা,‘ আগামীকালের ম্যাচ নিয়ে মুখিয়ে আছি। মাঠে অনেক দর্শক থাকবে এবং ছেলেরা দারুণ অভিজ্ঞতা নিতে পারবে। আশা করি ছেলেরা গত ম্যাচগুলোর মতো ভালো খেলবে।’

জেমি ডে এরপর বলে চলেন,‘ যদি খেলোয়াড় হতাম তাহলে ৭০ হাজার দর্শকের সামনে খেলতে এবং এই অভিজ্ঞতা নিতে চাইতাম।এমন সুযোগ হয়তো আপনি কখনেই পাবেন না। তবে নিশ্চিতভাবে এ নিয়ে আমার ছেলেরা কোনও চাপে নেই। দর্শকের চ্যালেঞ্জও আমাদের নেওয়া প্রয়োজন। নিজেদেরকে প্রমাণ করতে হবে। কাতারের বিপক্ষে ভারত ভালো খেলেছে এবং আত্মবিশ্বাস সঞ্চয় করেছে। আমাদের নিশ্চিত করতে হবে রক্ষণে ভালো করা, এত দর্শকের সামনে দ্রুত গোল না খাওয়া। আমাদের জমাট হতে হবে এবং সুযোগগুলো কাজে লাগাতে হবে।’

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!