• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘ভারতের সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালে যাবে পাকিস্তান’


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৬, ২০১৯, ০৩:১৪ পিএম
‘ভারতের সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালে যাবে পাকিস্তান’

সৌরভ গাঙ্গুলী। ফাইল ছবি

ঢাকা : বিশ্বকাপের দামামা বেজে উঠেছে। চলছে জোড় আলোচনা। তা থেকে পিছিয়ে নেই সাবেক ক্রিকেটাররাও। তাঁরাও বেছে নিচ্ছেন নিজের পছন্দ। সব দলই ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে তাদের ১৫ জনের বিশ্বকাপ দল। বৃহস্পতিবার শেষ দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী কিন্তু ইতিমধ্যেই তাঁর চার সেমিফাইনালিস্টকে বেছে নিয়েছেন। ২০০৩ বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বেই ফাইনালে পৌঁছেছিল ভারত।

সৌরভ ভারতের বর্তমান ফর্ম ও দল দেখে এক নম্বর সেমিফাইনালিস্ট হিসেবে নিজের দেশকেই এগিয়ে রাখছেন। তার সঙ্গে তাঁর তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘চার সেমিফাইনালিস্টের জন্য আমার দল ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান। এবার বিশ্বকাপ জয়ের মূল দাবিদার ভারতই।’

তিনি আরও বলেন, ‘এটা এমন একটা বিশ্বকাপ হতে চলেছে যেখানে প্রতিযোগিতাটা খুব কাছাকাছি হবে। ভারতীয় দল খুব শক্তিশালী যে কোনো টুর্নামেন্টে ওরাই ফেভারিট। এটা বিশ্বকাপের সেরা ফরম্যাট। যেখানে সেরা চার দল সেমিফাইনাল খেলবে। এবং সবার সঙ্গে খেলে তবেই সেমিফাইনালে যেতে হবে। আর সেখানে কেউ সহজ প্রতিপক্ষ নয়।’

১০ দলের বিশ্বকাপ। যেখানে লিগ পর্বে সবাই সবার সঙ্গে খেলবে। এবং শেষে সেরা চারে শেষ করা চার দল পৌঁছে যাবে সেমিফাইনালে।

দলের সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের নিয়েও আস্থা দেখিয়েছেন সৌরভ। কুলদীপ যাদবের ফর্ম বেশ খারাপ আইপিইএল-এ। বাদ পড়তে হয়েছে দল থেকেও। এই অবস্থায় তাঁর ওপর আস্থা রাখছেন সৌরভ। তিনি বলেন, ‘ও বিশ্বকাপে উইকেট পাবে, এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। ও দারুণ বোলার।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!