• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভালুকায় গ্যাস বিস্ফোরণ: না ফেরার দেশে তিন শিক্ষার্থী


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩০, ২০১৮, ১১:১৮ এএম
ভালুকায় গ্যাস বিস্ফোরণ: না ফেরার দেশে তিন শিক্ষার্থী

ঢাকা: ময়মনসিংহের ভালুকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ বিশ্ববিদ্যালয় ছাত্র দীপ্ত সরকারও চলে গেলেন না ফেরার দেশে। বৃহস্পতিবার (২৯ মার্চ) রাতে হাফিজুর রহমানও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শুক্রবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। দীপ্ত গত ছয় দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল সাংবাদিকদের এর সত্যতা নিশ্চিত করে জানান, দীপ্তর শরীরের প্রায় ৫৪ শতাংশ পুড়ে গিয়েছিল।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে ভালুকার মাস্টার বাড়ি এলাকার একটি ৬তলা ভবনের ৩ তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে এ ঘটনায় দগ্ধ তিনজনকে রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে বুধবার রাতে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপর দগ্ধ শাহীন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!