• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভুলে জুকারবার্গের পোস্ট ডিলিট করেছে ফেসবুক


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক মার্চ ৩০, ২০১৯, ০৭:২২ পিএম
ভুলে জুকারবার্গের পোস্ট ডিলিট করেছে ফেসবুক

ঢাকা : সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠান ফেসবুক বলছে, তারা ভুলবশত প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জুকারবার্গের পুরনো কিছু পোস্ট ডিলিট করেছে। এর মধ্যে ২০০৭ থেকে ২০০৮ সালের কিছু পোস্ট ছিল।

তবে মার্কিন এই কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, ফেসবুক নিয়ে জুকারবার্গের পুরনো অনেক পোস্ট কোম্পানিটির নিউজরুম এবং ব্লগে এখনো দেখা যেতে পারে।

ফেসবুকের ওই মুখপাত্রের বরাত দিয়ে সিনেট এক প্রতিবেদনে বলছে, কয়েক বছর আগে কারিগরি ত্রুটির কারণে ভুলবশত জুকারবার্গের কিছু পোস্ট ডিলিট হয়ে গেছে। এসব পোস্ট পুনরুদ্ধারের জন্য প্রচুর কাজ করতে হবে; তবে সফল হওয়ার নিশ্চয়তা নেই। যে কারণে আমরা এটি করিনি।

ঠিক কতগুলো পোস্ট ডিলিট হয়ে গেছে সেব্যাপারে তারা কিছু জানেন না বলে জানিয়েছেন ওই মুখপাত্র। তবে মুছে যাওয়া এই পোস্টের সংখ্যা উল্লেখযোগ্যসংখ্যক হতে পারে।

গত কয়েক বছরে ঠিক কতগুলো পোস্ট ডিলিট হয়ে গেছে; তা হিসাব করে বের করা কঠিন বলে জানিয়েছেন তিনি। ২০০৮ সালে ম্যাসেঞ্জারে পাঠানো জুকারবার্গের কিছু বার্তাও ডিলিট হয়ে যায়। বহুল আলোচিত সনি পিকচার্স হ্যাকিংয়ের ঘটনার পর ২০১৪ সালে নির্বাহীদের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ফেসবুক।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!