• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৪, ২০১৯, ১২:০৭ পিএম
ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ঢাকা: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া পূর্বাঞ্চলীয় তিমোর উপকূল। সোমবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে দেশটির প্রত্যন্ত অঞ্চল বান্দা সমুদ্র এলাকায় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

তবে ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, শক্তিশালী ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।

ভূতাত্ত্বিক এই সংস্থাটি আরও জানায়, ভূমি থেকে ১২৯ মাইল গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। কম্পনের তীব্রতা বেশি হলেও ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের খবর মেলেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পূর্ব তিমোরের রাজধানী দিলিতে প্রবল কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কিত লোকজন নিজেদের বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছে।

ইন্দোনেশিয়ার অন্যতম পর্যটন দ্বীপ বালিতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে, তারা বালিতেও প্রচণ্ড কম্পন অনুভব করেছেন।

হাওয়াইয়ের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র তাদের বুলেটিনে জানিয়েছে, ভূমিকম্পের জেরে সুনামির কোনো  সম্ভাবনা নেই। প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা ৭ দশমিক ২ বলে জানিয়েছে সুনামি সতর্কতা কেন্দ্র।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!