• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভেজাল বিরোধী অভিযান, ২৩ হাজার টাকা জরিমানা


নীলফামারী প্রতিনিধি মে ৭, ২০১৯, ০৯:৫২ পিএম
ভেজাল বিরোধী অভিযান, ২৩ হাজার টাকা জরিমানা

নীলফামারী: জেলার ডোমারে রমজানের প্রথম দিনে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ দোকানদারের কাছ থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) দুপুরে  ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী  অফিসার উম্মে ফাতিমা এই জরিমানা আদায় করেন।

দোকানে মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় এবং প্লাষ্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে মুদি দোকানের মালিক জয়নাল আবেদিনকে ২ হাজার টাকা, চন্দন সাহাকে ১৫ হাজার টাকা, চাউল ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে ৫ হাজার টাকা ও ফল ব্যবসায়ী বাবুল হোসেনের কাছে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কিছু মালামাল ধ্বংস করা হয়।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!