• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোটে দাঁড়াচ্ছেন আজহার উদ্দিন


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০১৯, ১২:১৫ পিএম
ভোটে দাঁড়াচ্ছেন আজহার উদ্দিন

ঢাকা : আর একটি মাত্র টেস্ট খেলতে পারলেই শততম টেস্ট খেলা হয়ে যেত মোহাম্মদ আজহার উদ্দিনের। কিন্তু তার আগেই আজীবন নিষিদ্ধ হয়ে ক্যারিয়ারই শেষ হয়ে যায় তাঁর। সাবেক ভারত অধিনায়ক ক্রিকেটের আঙিনায় নতুন ইনিংস শুরু করতে চাইছেন ৷

জাতীয় দলকে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া আজহার এবার ক্রিকেট প্রশাসক হিসাবে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নেতৃত্ব দিতে চাইছেন৷ সেকারণেই এইচসিএ’র সভাপতি পদে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি৷

বুধবারই হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদের জন্য মনোনয়ন পেশ করেন আজহার৷

দু’বছর আগেও আজহারউদ্দিন এইচসিএ’র সভাপতি পদে মনোনয়ন পেশ করেছিলেন৷ তবে সেবার বাতিল হয় তাঁর মনোনয়ন ৷ ২০১৭ সালে মনোনয়নের সঙ্গে পেশ করলেও বিসিসিআই তাঁর ওপর থেকে নির্বাসন তুলে নিয়েছে, এই মর্মে কোনও নথি জমা দিতে না-পারায় রিটার্নিং অফিসার ভোটের লড়াই থেকে দূরে সরিয়ে দেন আজহারকে ৷ এবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার ভিএস সম্পথের কাছে মনোনয়ন পত্র জমা দেন আজহার৷

মনোনয়ন পেশ করার পর আজহার বলেন, ‘সকলের কাছ থেকে সুপরামর্শ গ্রহণ করে আমি ক্রিকেটের উন্নতিতে কাজ করতে চাই৷ জেলার ক্রিকেটের জন্যও একযোগে কাজ করা আমার লক্ষ্য৷’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!