• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোটের ফল বাতিলে বিএনপির পরাজিত প্রার্থীদের মামলা


আদালত প্রতিবেদক ফেব্রুয়ারি ১৫, ২০১৯, ০৮:৫১ পিএম
ভোটের ফল বাতিলে বিএনপির পরাজিত প্রার্থীদের মামলা

ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে এবং নির্বাচিত প্রার্থীর বিজয় চ্যালেঞ্জ করে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপির পাঁচ প্রার্থী।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা এসব মামলা দায়ের করেন। বিএনপি প্রার্থীদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসব মামলায় বলা হয়েছে- গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নানা অনিয়ম হয়েছে। এসব অনিয়মের মধ্যে মৃত ব্যক্তিও ভোট দিয়েছেন। কোনো কোনো ভোটকেন্দ্রে ৯৭ থেকে ৯৮ ভাগ ভোট পড়েছে। এ কারণে নির্বাচনী ফল বাতিলের আবেদন করা হয়েছে।

মামলার বাদীরা হলেন মানিকগঞ্জ-২ আসনের মঈনুল ইসলাম শান্ত, নরসিংদী-৫ আসনের আশরাফ উদ্দিন, নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম আজাদ, ঢাকা-৫ আসনের নবী উল্লাহ নবী এবং ঢাকা-২ আসনের প্রার্থী ইরফান ইবনে আমান অমি।

একই অভিযোগে গত বুধবার ঝিনাইদহ-৪ আসন থেকে সাইফুল ইসলাম ফিরোজ ও টাঙ্গাইল-৭ আসন থেকে আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং গত মঙ্গলবার বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, গাজীপুর-৪ আসন থেকে শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার-৩ আসনের নাসের রহমান, মুন্সীগঞ্জ-৩ আসন থেকে আবদুল হাই এবং ভোলা-২ আসনের হাফিজ ইব্রাহিম হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে পৃথক পৃথক সাতটি মামলা দায়ের করেন।

দলের হাইকমান্ডের সিদ্ধান্তেই এসব মামলা করা হচ্ছে। আগামী কয়েক দিনে ৬৪ জেলা থেকে অন্তত একজন পরাজিত প্রার্থী বাদী হয়ে মামলা করবেন বলেও জানান আইনজীবীরা।

গত ৯ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সারা দেশের ৬৪ জেলা থেকে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নেয় বিএনপি। দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য মামলা না করার বিষয়ে অবস্থান নিলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তা আমলে নেননি। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে সব জেলার প্রতিনিধিরা হাইকোর্টে মামলা করবেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচনের ৪৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হয়। সে অনুযায়ী, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার জন্য বিএনপি সুপ্রিম কোর্টের ৮ জন আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস ছাড়া অন্য আইজীবীরা হলেন ব্যারিস্টার আমিনুল হক, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, মীর নাসির উদ্দিন, ফজলুর রহমান এবং ব্যারিস্টার রাজীব প্রধান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!