• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোরে প্রচণ্ড গোলগুলিতে একাধিক মামলার ২ আসামি নিহত


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২০, ২০২০, ০৯:৫৪ এএম
ভোরে প্রচণ্ড গোলগুলিতে একাধিক মামলার ২ আসামি নিহত

দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রচণ্ড ‘গোলাগুলিতে’ দুই ব্যক্তি নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ছোট মাগুড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ সময় চার পুলিশ আহত হয়েছে বলে জানিয়েছে নবাবগঞ্জ থানা।

নিহতরা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওয়াজেদ আলী (২৮) এবং গাইবান্ধা জেলার সাদুল্যাপুরের রফিক আলী (৩০)।

বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার জানান, নবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওয়াজেদ আলী এবং রফিক আলীকে আটক করে।

এএসপি জানান, আটকদের নিয়ে ডাকাতদলের অন্যান্য সদস্যদের ধরতে মাগুড়া গ্রামে যায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকে। ডাকাতদের গুলিতে ওয়াজেদ এবং রফিক নিহত হয়। এতে নবাবগঞ্জ থানার চার পুলিশ আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

এএসপি মিথুন সরকার জানান, নিহত ওয়াজেদ এবং রফিক আন্তজেলা ডাকাতদলের নেতা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!