• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভোলার দুলারহাট ডাক বিভাগে তালা ভোগান্তিতে জনসেবা


ভোলা প্রতিনিধি আগস্ট ৪, ২০১৮, ০৩:৪৯ পিএম
ভোলার দুলারহাট ডাক বিভাগে তালা ভোগান্তিতে জনসেবা

ভোলা : বহুল আলোচিত দুলারহাট থানার দুলারহাট বাজারে ডাক বিভাগে তালা খুলছে না, কোন কোন দিন। আবার কোন দিন ১০মিনিট বা ২০ মিনিটের জন্য তালা  খুলছেন।

রেজিস্টারি চিঠি প্রেরনের জন্য দুই তিন দিন অপেক্ষা করেও মিলছেনা ডাক কর্মকর্তার সন্ধান। প্রতিদিন অসংখ্য অভিযোগ আছে এই কর্মকর্তার বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, চিঠি প্রেরকগন মো: আকবর দুইটা মোবাইল নাম্বার ব্যাবহার করে কিন্তু কখনো তাকে ফোনে পাওয়া যায় না।

একটা নাম্বার তার ছেলে রিসিভ করে উল্টো পাল্টা কথা বলে (০১৭৭১৩৩৪২০৫)। আর অন্যটি (০১৬২৫২১০৫১২) ফোন রিসিভ হয় কিন্তু কথা বলে না এই একই অভিযোগ দুলারহাটের শত-জনগনের। এছাড়াও তার কাছে আগন্তুক চিঠি তার আলমিরাতে দিনের পর দিন পরে  থেকে ফেরৎ যায় কিন্তু প্রাপক কে পৌঁছানো হচ্ছে না।

আরো অভিযোগ উঠেছে ডাক জীবন বীমা পোষ্ট কর্মকর্তাকে না পাওয়ার কারনে ডাক জীবন বীমা করার আগ্রহী থাকা স্বত্তেও করতে পারছেন না জনগণ।

যারা ডাক জীবন বীমার সদস্য আছে তারাও তাদের টাকা সঠিক সময়ে জমা দিতে পারছেন না। সব মিলিয়ে নানা হয়রানির মুখে দুলারহাটের মানুষ, তারা উচ্চপদস্থ কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!