• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভ্যাকসিন ছাড়াই দুর্বল হচ্ছে করোনা, আশার বানী চিকিৎসকদের


স্বাস্থ্য ডেস্ক জুন ২১, ২০২০, ০৮:২২ পিএম
ভ্যাকসিন ছাড়াই দুর্বল হচ্ছে করোনা, আশার বানী চিকিৎসকদের

ঢাকা : প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন কবে নাগাদ আসবে সেই চিন্তা আপাতত না করলেও চলবে। কারণ ইতালিয়ান সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মাত্তেও বাসেত্তি বলেছেন, করোনা দুর্বল হয়ে পড়েছে, এমনকি ভ্যাকসিন ছাড়াই এটিকে নির্মূল করা সম্ভব।

তার দাবি, করোনা ভাইরাস এক সময় ছিল ‘আক্রমণাত্মক বাঘ’, তবে মহামারি ভাইরাসটি এখন অনেকটাই দুর্বল হয়ে বন্য বিড়ালে পরিণত হয়েছে।

অধ্যাপক মাত্তেও বাসেত্তি জানান, তিনি নিশ্চিত যে ভাইরাসটির ‘তীব্রতা পরিবর্তিত হচ্ছে’ এবং সংক্রমণের যে পর্যায়ে রোগীরা আগে মৃত্যুবরণ করতেন সেখান থেকে রোগীরা এখন বেঁচে ফিরে আসছেন। ভাইরাসটি যে দুর্বল হচ্ছে এটা সত্য। এমনকি কোভিড-১৯ কোনো ভ্যাকসিন ছাড়াই নির্মূল হতে পারে। বিশেষ করে করোনাভাইরাস এতটাই দুর্বল হয়ে পড়ছে যে নিজে থেকেই মারা যাবে।

তিনি আরও বলেন, মহামারির শুরুতে ইতালিতে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের যেভাবে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে এখন সে রকমটা দেখা যাচ্ছে না।

তাই বর্তমান পর্যায়ে করোনা ভাইরাসে মৃত্যুঝুঁকি ও সংক্রমণের পরিমাণ অনেকাংশে কমে এসেছে বলে জানান অধ্যাপক বাসেত্তি। এমনকি ভাইরাসটির জিনগত রূপান্তর, উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং মানুষের সামাজিক দূরত্ব মেনে চলার প্রবণতাই এর কারণ বলে তিনি মনে করেন।

যদিও অন্য বিজ্ঞানীদের দাবি, করোনা ভাইরাসের দুর্বল হওয়ার বিষয়ে এখনো বৈজ্ঞানিক কোনো সত্যতা পাওয়া যায়নি।

ইতালির সান মার্টিনো জেনারেল হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক বাসেত্তি দাবি করেন, মার্চ-এপ্রিল থেকে করোনা ভাইরাসের জিনগত পরিবর্তন এসেছে।

তিনি বলেন, মার্চ-এপ্রিলে করোনা আক্রমণাত্মক বাঘের মতো ছিল, যা এখন এটি বন্য বিড়ালে পরিণত হয়েছে। যেখানে ৮০-৯০ বছর বয়সীরা দুই তিন দিনের মধ্যে মারা যেতেন এখন তারা কোনো ধরনের কৃত্রিম সাহায্য ছাড়া শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন এবং উঠে বসতে পারছেন।

জোর দাবি করে তিনি বলেন, আমার কাছে যে কেসগুলো রয়েছে তা পর্যবেক্ষণে বলতে পারি ভাইরাসটির তীব্রতা হ্রাস পাচ্ছে। সূত্র : ডেইলি মেইল

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!