• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভয়ানক আগুনে জ্বলছি মোরা


মো: গোলাম মোস্তফা (দুঃখু) মার্চ ৩০, ২০১৯, ০৩:২০ পিএম
ভয়ানক আগুনে জ্বলছি মোরা

আগুনে যখন মানুষ পুড়ে ,
মন যে তখন চিৎকার করে।
বাঁচতে চেয়ে হলো না বাঁচা!
মাতাল আগুনের দাবানলে।

নিশ্বাস এবার বন্ধ হলো!
কালো ধোঁয়ার আঁধারে।
লক্ষ চোখে তাকিয়ে দেখে,
লজ্জা বিহীন চোখে।

মাতাল আগুনে পুড়ছে দেহ!
তোমরা অমানুষের দল পাচ্ছো কি গন্ধ?
ভয়ানক আগুনে জ্বলছি মোরা।

মোবাইল চোখে দেখ এবার,
বিবেক বিহীন মানুষেরা।
শান্তি নিয়ে ফিরো ঘরে,
আগুন নৃত্য দেখে।

মা তোমার খোকা পুড়ছে এবার!
মাতাল আগুনের দেশে।
পরম আদরে বলতে তুমি ,
খোকা আমার নয়ন মনি।

বিদায় নিলাম আগুনের উত্তাপে !
ঘুষের টাকায় খুশিতে নাচে,
অনিয়ম রাজ্যের অমানুষের দল !

নিয়ম মানার মালিক না,
ঘুষের দরজার রাজ্যে!

লেখক : বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম

Wordbridge School
Link copied!