• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মনিরুজ্জামানের কন্যা শিশুকে দেখেই ঢাকায় পা রাখলেন মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২, ২০১৯, ০১:০৭ পিএম
মনিরুজ্জামানের কন্যা শিশুকে দেখেই ঢাকায় পা রাখলেন মাশরাফি

ছবি: সংগৃহীত

ঢাকা : নড়াইল-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিপুল ভোটের ব্যবধানে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামানকে পরাজিত করেছেন। নির্বাচনের সময় মাশরাফির ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে ছিলেন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান।

নির্বাচনের মাত্র তিন দিন আগে অর্থাৎ ২৭ ডিসেম্বর মনিরুজ্জামান হার্ট অ্যাটাক করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সময় মনিরুজ্জামানের স্ত্রী সন্তান জন্ম দেওয়ার অপেক্ষায় ছিলেন। কি দূর্ভাগ্য তাঁর, সন্তানের মুখ না দেখেই তাঁকে চলে যেতে হলো।

নির্বাচনের আগের দিন ২৯ ডিসেম্বর কন্যা সন্তানের জন্ম দেন মনিরুজ্জামানের স্ত্রী। মাশরাফি সেদিন যেতে না পারলেও পাঠিয়েছিলেন তাঁর স্ত্রী সুমনা হক সুমিকে। তাঁর হাত দিয়ে পাঠিয়েছিলেন আর্থিক সহায়তা।

সোমবার ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে হাসপাতালে গিয়ে মনিরুজ্জামানের কন্যা শিশুকে দেখতে যান মাশরাফি। কোলে তুলে আদর করেন। স্মরণ করেন পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামানকে। মাশরাফির এই মানবিক গুন তাঁকে নিশ্চয় আলাদা করে রাখবে।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!