• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
বরগুনা-১ আসন

মনোনয়নপত্র জমা দিলেন আ. লীগের ১৮ নেতাকর্মী


আমতলী (বরগুনা) প্রতিনিধি নভেম্বর ১৩, ২০১৮, ০৫:৫৮ পিএম
মনোনয়নপত্র জমা দিলেন আ. লীগের ১৮ নেতাকর্মী

বরগুনা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন বরগুনা-১ আসনের আমতলী উপজেলা আওয়ামী লীগের ১৮ জন নেতা  মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার (১৩ নভেম্বর) জমা দিয়েছেন। আওয়ামী লীগের দপ্তর সূত্রে জানা গেছে, বরগুনা-১ আসনে ৫৩ জন  আওয়ামী লীগ নেতা মনোনয়নপত্র ক্রয় করে জমা দিয়েছেন।

এর মধ্যে আমতলী উপজেলা থেকে মনোনয়নপত্র জমা দেয়া নেতারা হলেন- আমতলী উপজেলা চেয়ারম্যান জি এম দেলোয়ার, আমতলী মেয়র মতিয়ার রহমান আমতলীর আ. লীগ নেতা গোলাম সরওয়ার ফোরকান, সাবেক সাংসদ মরহুম মজিবর রহমান তালুকদারের ছেলে মাহমুদুর রহমান নীরু,  আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, সাবেক সাংসদ নিজাম তালুকদারে স্ত্রী জাকিয়া এলিচ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান, মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার জোসনা, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নুসরাত জাহান লিমু, ইউপি চেয়ারম্যান আ. লীগ নেতা, মোতাহার উদ্দিন মৃধা, শহিদুল ইসলাম মৃধা, আখতারুজ্জামান বাদল খান, হারুন অর রশিদ, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, কেন্দ্রীয় আ. লীগের উপকমিটির নেতা মো. মিজানুর রহমান মিজান, সাবেক সাংসদ নিজাম তালুকদারে ছেলে এলমান উদ্দিন আহমেদ সুহৃদ, উপজেলা কৃষক লীগ সভাপতি, আবদুস সোবাহান খান।

উল্লেখ্য, ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনা-৩ আমতলী তালতলী আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল। এ আসনে বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগ সভাপতি ধীরেন্দ্র দেবনাথ সম্ভু ও সাবেক এমপি বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনসহ ৫৩ জন আওয়ামী লীগ নেতাকর্মী দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।  

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!