• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মন্ত্রীকে কচুরিপানা খাওয়ার পথ দেখালেন আসিফ নজরুল


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০২০, ১১:০৮ এএম
মন্ত্রীকে কচুরিপানা খাওয়ার পথ দেখালেন আসিফ নজরুল

ঢাকা : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এক পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত গবেষকদের কাছে জানতে চান, কচুরিপানার কিছু করা যায় কি না? কচুরিপানার পাতা খাওয়া যায় না কেন। 

গরু তো খায়। গরু খেতে পারলে মানুষ খেতে পারবে না কেন? মানুষের খাবার উপযোগী করা যায় কিনা এ নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে। সেই সঙ্গে কাঁঠালের আকার ছোট এবং গোল করা যায় কিনা সেটি নিয়েও গবেষণা করতে হবে।

পরিকল্পনামন্ত্রীর এমন বক্তব্যে আলোচনা-সমালোচনার শুরু হয়। এরই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি ফেসবুকে লিখেন-

‘গরু, মানুষ, কচুরীপানা,
গরু তো উদোম থাকে, আপনি কি তেমন থাকেন?
থাকেন না!
গরু মাঠেঘাটে পেশাব পায়খানা করে, আপনি করেন?
করেন না!
গরু ঘাস খায়, আপনি কি তা খান?
না!
গরু গোবরত্যাগ করে, আপনি করেন?
না!
সবগুলোর উত্তর হবে না।
কারণ আপনি গরু না।
গরু কচুরীপানা খেলে তাই আপনাকে তা খেতে হবে না।

তারপরও যদি কারো মনে হয় মানুষেরও কচুরীপানা খাওয়া উচিত তা হলে তার টিভিতে লাইভে আসা উচিত। গপগপ করে নিজে কিছু কচুরীপানা খেয়ে দেখানো উচিত।’

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!