• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মর্নিং বার্ড লঞ্চ দুর্ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি


মুন্সিগঞ্জ প্রতিনিধি আগস্ট ৮, ২০২০, ০৩:০০ পিএম
মর্নিং বার্ড লঞ্চ দুর্ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি

মুন্সীগঞ্জ : লঞ্চ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন, মুন্সীগঞ্জ জেলা শাখা। 

এসময় ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের সদস্যরা দ্রুত মর্নিং বার্ড লঞ্চ দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

সংগঠনটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় এবং সভাপতি আবুল কালামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মর্নি বার্ড লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারের স্বজনরা। এছাড়া কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!