• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেলেন বিউটি সিকদার


রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি অক্টোবর ৫, ২০১৯, ০১:৫২ পিএম
মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেলেন বিউটি সিকদার

ঝালকাঠি : শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ‘মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার- ২০১৯’ পেলেন ঝালকাঠির রাজাপুর উপজেলার শ্রীমন্তকাঠি এম এল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোসাঃ বিউটি সিকদার।

সীমান্ত কালচার ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (৪অক্টোবর) বিকালে ঢাকার শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী শওকত ওসমান মিলনায়তনে ‘মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ চাই’ শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এড. আব্দুল মান্নান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অ্যাওয়ার্ড তুলে দেন মোসাঃ বিউটি সিকদারের হাতে।অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোট এর এ্যাড. এম এ হালিম মন্টু।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাইওনিয়ার ডেন্টাল কলেজের চেয়ারম্যান লেঃ কর্নেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোহাম্মদ আশরাফ হোসেন, বিশিষ্ট গীতিকার ও সুরকার কবি এম আর মঞ্জু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাড. আলহাজ্ব ড. মোঃ আব্দুর রহিম. ব্রেন এন্ড লাইফ হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ ফখরুল হোসেন, শাম্মি ফ্যাশনের প্রোপ্রাইটর এন্ড সিইও আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মন্নু, বাংলাদেশ আওয়ামী লীগ এর ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন জেবিন সুলতানা কান্তা। উল্লেখ্য মোসাঃ বিউটি সিকদারও ওই অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন।

সোনালীনিউজ/এনএএইচ/এএস

Wordbridge School
Link copied!