• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহারাজ-ফিল্যান্ডারের জুটিতেও রক্ষা নেই দ: আফ্রিকার


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১২, ২০১৯, ০৭:২৬ পিএম
মহারাজ-ফিল্যান্ডারের জুটিতেও রক্ষা নেই দ: আফ্রিকার

ঢাকা: শুক্রবারের স্কোরলাইন এবং শনিবার সকালে প্রথম দুই সেশনের শেষের স্কোরলাইন। এই দুই স্কোরলাইন দেখার পর অনেকেই হয়তো ভেবেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস আড়াইশোর মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু ভারতীয় সমর্থকদের সব অঙ্ক গোলমাল করে দিল মহারাজ এবং ফিল্যান্ডারের জুটি। ৯৯ রানের এই জুটিই হয়তো কোহলির চিন্তা বাড়িয়ে দিল। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষ লগ্নে ২৭৫ রানে দাঁড়িয়ে পড়ল দক্ষিণ আফ্রিকার ইনিংস।

শুক্রবারই প্রথম ইনিংসে তিন উইকেট খুঁইয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। এদিন শুক্রবারের অপরাজিত দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডে ব্রুইন তাড়াতাড়ি ড্রেসিংরুমে ফেরেন। নরেজও দাঁড়াতে পারেননি বেশিক্ষণ। প্রথম সেশন শেষ হওয়ার সময় ছয় উইকেটে ১৩৬ তুলেছিল দক্ষিণ আফ্রিকা। মধ্যাহ্নভোজের পর মুথুস্বামীর(৭) উইকেট নেন রবীন্দ্র জাদেজা। তারপর অধিনায়ক ফাফ ডু’প্লেসিকে (৬৪) ফেরান রবিচন্দ্রন অশ্বিন। চা পানের বিরতির আগে দক্ষিণ আফ্রিকার আট উইকেট পড়ে যায়। তখন স্কোর বোর্ডে সাকুল্যে ১৬২ রান। 

তারপরই ইনিংসের হাল ধরেন ফিল্যান্ডার এবং মহারাজ। ভারতীয় স্পিনারদের ঘূর্ণি এবং পেসারদের গতি রিভার্স সুইং সব সামলে নবম উইকেটের জুটিতে তাঁরা তোলেন ৯৯ রান। ব্যক্তিগত ৭২ রানে আউট হন মহারাজ। তাঁকে ফেরান অশ্বিন। কিছুক্ষণের মধ্যেই রাবাডার উইকেটের পতন। ব্যক্তিগত ২ রানের মাথায় তাঁকেও ফেরান অশ্বিনই। ফিল্যান্ডার ৪৪ রানে অপরাজিত থাকেন।

দক্ষিণ আফ্রিকার ২৭৫ রানে অল আউট হওয়ায়, ভারতের হাতে আরও ৩২৬ রান আছে। এখন বিরাট কোহলি তথা টিম ম্যানেজমেন্টকে ঠিক করতে হবে চতুর্থ দিনে ভারত দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন করায়, নাকি নিজেরা ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষের দিকে বোলারদের অনেকটাই ক্লান্ত মনে হচ্ছিল। সেকথা মাথায় রেখে কোহলি ফলো-অন করানোর সিদ্ধান্ত নাও নিতে পারেন। আবার পিচের ঘূর্ণির কথা মাথায় রেখে ফলো-অন করানোর সিদ্ধান্ত নিতে পারে ভারত। পুরোটাই নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর।

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!