• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মা বিচার চাইবে না আমার মৃত্যুর জন্য


মো. গোলাম মোস্তফা (দুঃখু) আগস্ট ৩১, ২০১৮, ০৫:০০ পিএম
মা বিচার চাইবে না আমার মৃত্যুর জন্য

আমাকে কান্না করতে দাও!
ভয় পাচ্ছো কেন?
আমি বিচার চাইবো না।

রাতের আঁধারে মায়ের বুকে,
পরম আদরে শুয়ে ছিলাম।

দিনের আলোতে ভালো ছিলাম,
মায়ের ভালোবাসার বুকে।

ঘাতক তোমরা জানতাম আমি!
যে দেশে জাতির জনক কে হত্যা করে।
নিজ দেশের বেইমান জাতি!

সে দেশের ঘাতকরা।
আমাকেও হত্যা করতে পারে,
যে কোন সময়!

কি অন্যায় ছিলো আমার!
বলতে পারো ঘাতক ড্রাইভার।

বাঁচার ইচ্ছে নেই,
তাই বিদায় নিলাম!
প্রিয় মার বুক থেকে,
ক্ষমা করো বাবা আমায়।

বিচার চাইবে না আমার মৃত্যুর জন্য!
আমার রাগ নেই কারো প্রতি।

ওদের উল্লাস করতে দাও লাশের ওপর!
আমার ছোট বুকে ওদের আনন্দ।

বাবা মাকে দেখো!
আমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে,
তাও আমাকে রাখতে পারেনি মা।

ঘাতক ড্রাইভার মাকে দিলো ধাক্কা!
আমার ছোট দেহটা পরে আছে রাস্তায়।

মায়ের কষ্ট আমি দেখেছি!
পাগলের মতো এসে বুকে নিলো।

আমার ছোট হাত দুটি,
মায়ের নাকে আলতো করে পরশ দিলো।
পাগল মায়ের চোখের পানি,

আমার বুকে এলো।
হাজারো জীবন যাচ্ছে চলে,
গাড়ির চাকার নিচে।

বলবো না আর।
বিচার চাই!

সুখ যদি আরো লাগে!
নিতে পারো,
আমার ছোট বুকে চাকা তুলে।

সুখ পাবে তো!
ঘাতক ড্রাইভার।

ছোট দেহ লাশ হয়েছে!
তোমাদের সুখের উল্লাসে।

লেখক : বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!