• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
মিস বাম বাম প্রতিযোগিতা

মা-মেয়ের এ কী কাণ্ড!


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৩, ২০১৬, ১০:২১ এএম
মা-মেয়ের এ কী কাণ্ড!

ঢাকা: মিস বাম বাম-২০১৬ প্রতিযোগিতায় একসঙ্গে ফাইনালে উঠেছেন মা ও মেয়ে। এ নিয়ে দুজনেই গর্বিত। ১৯ বছরের এডুয়ার্ডা মোরেইস ও তার মা ৩৫ বছরের ব্রুনা ফেরাজ একত্রে ফাইনালে উঠলেও মা পয়েন্টে এগিয়ে আছেন। আর ঘরে একটি পুরস্কার নিশ্চিত জেনে বিষয়টি বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন মা-মেয়ে দুজনেই।

মিস বাম বাম। ব্রাজিলের বিখ্যাত নিতম্ব সুন্দরী বেছে নেওয়ার প্রতিযোগিতা। ২০১১ সালে শুরু হয় এই প্রতিযোগিতা। সেই সময় অনেকেই ভুরু কুঁচকেছিলেন। কিন্তু সত্তরের মুখে ছাই দিয়ে বহাল তবিয়তেই রয়েছে মিস বাম বাম কম্পিটিশন। তবে এর আগে এরকম কখনও মা-মেয়ে একসঙ্গে ফাইনালে ওঠেননি। মেয়ে মোরেইস বললেন, মায়ের ফিগার আমার চেয়েও ভালো।

আমরা দুজনেই দুজনের শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখছি। আমরা দুজনেই চাই দেশের সেরা নিতম্ব সুন্দরী হতে। কারণ এই প্রতিযোগিতায় জেতা মানে জীবন বদলে যাওয়া।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!