• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মা হলো পাগলি, বাবা হয়নি কেউ!


প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট) নভেম্বর ১২, ২০১৮, ০৫:৫১ পিএম
মা হলো পাগলি, বাবা হয়নি কেউ!

ছবি: সোনালীনিউজ

বাগেরহাট : জেলার শরণখোলায় শান্তি (৩৫) (ছদ্ম নামের) এক মানসিক ভারসাম্যহীন নারী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (১২ নভেম্বর) সকাল ৯টায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই পাগলি এ কন্যা সন্তানটি প্রসব করেন। তবে শিশুটির পিতৃ পরিচয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মা ও নবজাতক ওই শিশুটিকে এক নজর দেখতে হাসপাতালে উৎসুক জনতার ভিড় বাড়ছে।

উপজেলার উত্তর রাজাপুর এলাকার ইউপি সদস্য মো. জাকির হোসেন খান বলেন, কয়েকদিন আগে ওই পাগলী স্থানীয় রাজাপুর বাজারে অসুস্থ হয়ে পড়লে গত ৬ নভেম্বর রাতে রাজাপুর বাজার সংলগ্ন এলাকার দুই নারীর সহযোগীতায় ওই পাগলীকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মেহেরুন আফরোজ সহ কয়েকজন বলেন, ভর্তি হওয়ার ৬ দিন পর ১২ নভেম্বর সকালে শান্তির প্রসব বেদনা শুরু হয়।

পরে তাদের (নার্সদের) সহযোগীতায় একটি ফুটফুটে কন্যা সন্তান ভুমিষ্ট হয়। এ পর্যন্ত শিশুটির কোনো নাম রাখা হয়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার জানান, মা ও শিশু উভয়ই সুস্থ আছেন। শিশুটির পিতৃ পরিচয়ে কাউকে পাওয়া যায়নি। তবে নবজাতক শিশুটিকে দত্তক নিতে একাধিক দম্পত্তি মুঠোফোনে তার সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছেন। সেক্ষেত্রে প্রশাসনের সহযোগীতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!