• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাইক্রোসফট ওয়ার্ডে হারানো ডকুমেন্টস ফিরে পাবেন যেভাবে


সোনালীনিউজ ডেস্ক জানুয়ারি ২৩, ২০২০, ০৯:০৭ এএম
মাইক্রোসফট ওয়ার্ডে হারানো ডকুমেন্টস ফিরে পাবেন যেভাবে

ঢাকা: ডকুমেন্টস তৈরি, সম্পাদনা বা যে কোনো ধরনের ওয়ার্ড প্রসেসিংয়ে মাইক্রোসফট ওয়ার্ড অনেকেই ব্যবহার করেন। মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করার সময় অনেক ক্ষেত্রে ভুলবশত সেভ না করেই আমরা সফটওয়্যারের উইন্ডো বন্ধ করে ফেলি। ফলে পুরো পরিশ্রম বৃথা হয়ে যায়!

তবে মাইক্রোসফট ওয়ার্ডে ভুলবশত সেভ না করা ফাইল চাইলেই পুনরায় খুঁজে পাওয়া সম্ভব। কেননা আপনি কাজ করার সময় ডকুমেন্ট ফাইলটি সংরক্ষণ না করলেও মাইক্রোসফট অফিস এটি ১০ মিনিট অন্তর অন্তর স্বয়ংক্রিয়ভাবে আপনার পিসিতে সংরক্ষণ করে। এটি কীভাবে করা যায় চলুন দেখে নেওয়া যাক তার বিস্তারিত।

প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি চালু করে অপশনগুলো থেকে ফাইল ট্যাবে যেতে হবে। সেখান থেকে ম্যানেজ ডকুমেন্টস ক্লিক করতে হবে। এরপর ড্রপ-ডাউন থেকে ‘Recover Unsaved Documents’ এ গেলে সেভ করা হয়নি এমন ডকুমেন্টের তালিকা প্রদর্শিত হবে। সেখান থেকে কাঙ্ক্ষিত ফাইলটি নির্বাচন করে চালু করলে সেটি ফিরে পাওয়া যাবে। মাইক্রোসফট অফিসের হালনাগাদ সংস্করণগুলোতে ফিচারটি পাওয়া যাবে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!